বুধবার দুপুর পর্যন্ত সকলকে বাড়িতে থাকার আর্জি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার নবান্নেই রাত কাটাবেন বলেও জানিয়েছিলেন মমতা।

May 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ঘূর্ণিঝড় যশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের আগেই নবান্নে পৌঁছলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর আগে মৌসম ভবনে ঘূর্ণিঝড়় নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন ধনখড়। মমতা অবশ্য আগেই জানিয়েছিলেন, ঘূর্ণিঝড় যশ সম্পর্কে আরও তথ্য নিয়ে সন্ধে ৬টার সময় তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করবেন। এমনকি মঙ্গলবার নবান্নেই রাত কাটাবেন বলেও জানিয়েছিলেন মমতা।

ঘূর্ণিঝড় নিয়ে দিনের দ্বিতীয় সাংবাদিক বৈঠকে ,বললেন, ‘‘চুঁচুড়াতে দেড় মিনিটের একটি টর্নেডোর মত ঘটনা ঘটেছে। ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাণ্ডুয়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জন মারা গিয়েছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গায় টর্নেডোর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই সাবধানে থাকুন।’’

‘‘সাম্প্রতিক একটি তথ্যে আমরা জেনেছি, পারাদ্বীপ এবং সাগরেও আছড়ে পড়তে পারে ইয়াস,’’ বললেন মমতা। তাঁর আবেদন, ‘’আমরা চাই মানুষ ভালো থাকুক, তাই সকলকে সতর্ক করছি, যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হচ্ছে ততক্ষণ বাড়িতে থাকা ভালো। নিরাপদে থাকুন।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen