রেশন ব্যবস্থা নিয়ে সম্মেলন, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন আয়োজিত সভায় ভিন রাজ্যের রেশন ডিলারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

January 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগামী ১ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গণবন্টন (রেশন) ব্যবস্থা নিয়ে সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন আয়োজিত সভায় ভিন রাজ্যের রেশন ডিলারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই সব রেশন গ্রাহককে বিনা পয়সায় চাল-গম দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার করোনা পরিস্থিতিতে গোটা দেশে রেশন গ্রাহকদের বিনা পয়সায় খাদ্য দেওয়ার কর্মসূচি নিলেও তা নভেম্বর পর্যন্ত চালু ছিল।

মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন, জুন মাসের পরও বিনা পয়সায় রেশনে (Ration) খাদ্য দেওয়া অব্যাহত রাখা হবে। রাজ্য সরকারের এই উদ্যোগ গোটা দেশের কাছে তুলে ধরতে চাইছে ফেডারেশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen