আগামী বুধবার সাগরে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

বেশ কিছু নতুন প্রকল্প পেতে চলেছে এই জেলা।

December 27, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বুধবার দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করতে সাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পর্বে জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। যে সব প্রকল্পের তালিকা তৈরি হয়েছে, তাতে রয়েছে একাধিক রাস্তা, নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্টেডিয়াম ইত্যাদি। সব মিলিয়ে প্রকল্প ব্যয় আড়াইশো তাতে বহু কোটি টাকা লগ্নির সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যে সব প্রকল্পের সূচনা হওয়ার কথা, তার মধ্যে বেশিরভাগই রয়েছে সুন্দরবন ব্লকে। যেমন ক্যানিং ১ ও ২, বাসন্তী, সাগর সহ বেশ কিছু ব্লকে রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ওইদিন ডায়মন্ডহারবার স্টেডিয়ামেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মগরাহাট এবং কুলপি ব্লকে কয়েকটি কর্মতীর্থ উদ্বোধন করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও সাগর, বাসন্তী সহ কয়েকটি ব্লকে বাড়ি বাড়ি পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। যে সব মহকুমার হাসপাতালে অক্সিজেন প্ল্যন্ট বসানো হয়েছে, তারও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।


এদিকে, বেশ কিছু নতুন প্রকল্প পেতে চলেছে এই জেলা। তার মধ্যে উল্লেখযোগ্য হল পানীয় জলের পরিষেবা। সুন্দরবনের একাধিক ব্লকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তর উদ্যোগ নিয়েছে। তার শিলান্যাস হওয়ার কথা রয়েছে। এছাড়াও বিষ্ণুপুর ২ এবং বজবজ অঞ্চলে আর্সেনিকমুক্ত জল দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হবে। বুধবার তার ভিত্তিস্থাপন করবেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প রূপায়িত হলে কমপক্ষে  আট লক্ষ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি বেশ কিছু ব্লকে জল সংরক্ষণের জন্য রিজার্ভার তৈরি হবে। সেই ঘোষণাও হতে পারে প্রশাসনিক বৈঠক থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen