মার্চের শেষে দার্জিলিং সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ এবং ২৯ মার্চ দার্জিলিং সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

March 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এ মাসের শেষেই দার্জিলিঙে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি। তবে, প্রশাসনিক সূত্রের খবর, অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও আসন্ন সফরে পাহাড়ের পঞ্চায়েত ও জিটিএ নির্বাচন নিয়ে রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ এবং ২৯ মার্চ দার্জিলিং সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুরভোটের ফল প্রকাশের পর এই প্রথম দার্জিলিঙে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই তাঁর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মনে করা হচ্ছে হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ডও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। আলোচনা হতে পারে পঞ্চায়েত নির্বাচন এবং আসন্ন জিটিএ নির্বাচন নিয়ে।

বহু বছর বাদে পাহাড়ে পুরভোট হয়েছে। যে ভোটে স্থানীয় হামরো পার্টি জয়ী হয়েছে।এবার পাহাড়ে জিটিএ নির্বাচনের পালা (GTA Election)। দার্জিলিংয়ের পুরসভা ভোটে পাহাড়ের সব রাজনৈতিক দল তাদের অবস্থান বুঝে নিয়েছে। এবার লক্ষ্য পাহাড়ের জিটিএ ভোট করিয়ে নেওয়ার।

পুরভোটের ফল ঘোষণার দিন মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছিলেন, তিনি সকলকে সঙ্গে নিয়ে চলতে চান। দার্জিলিংয়ে শান্তি এসেছে। এরপর জিটিএ নির্বাচনও হবে। আর জিটিএ নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে বসতে চান বলেও জানিয়েছিলেন। সেই মতোই জিটিএ নির্বাচনের আগে মার্চের শেষে পাহাড় সফরে যাচ্ছেন তিনি। এর আগে গত ডিসেম্বর মাসে পুরভোটের আগে দার্জিলিং গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen