গোয়াবাসীদের ‘ফিস্ট অফ সেন্ট জেভিয়ারে’র শুভেচ্ছা জানালেন মমতা

আগামী ১৩ ডিসেম্বর আবারও গোয়ায় যাচ্ছেন তাঁরা।

December 3, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: সংগৃহীত

সর্বভারতীয় স্তরে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল। ত্রিপুরা, মেঘালয়ের পাশাপাশি গোয়া দখলের লক্ষ্যে মরিয়া জোড়াফুল শিবির। কিছুদিন আগেই গোয়া সফরে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই দলে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী Luizinho Faleiro এবং জনপ্রিয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেজ। ‘

মুম্বই সফর শেষে আবারও গোয়া যাওয়ার পরিকল্পনা নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ ডিসেম্বর আবারও গোয়ায় যাচ্ছেন তাঁরা। এরই মাঝে গোয়াবাসীদের ‘ফিস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ারে’র শুভেচ্ছা জানালেন মমতা। শুক্রবার তাঁর টুইট, ‘গোয়ার প্রতিটি বাসিন্দাকে ফিস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের শুভেচ্ছা। আজকের দিনে গোয়ার রক্ষাকর্তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। উৎসব উদযাপিত হয়। কামনা করি, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাবে গোয়া। রাজ্যের অনন্য পরিচয় বজায় রেখে উন্নয়নের পথে এগোবে গোয়া।’

কিন্তু, বাংলার পুরভোটের লড়াই ছেড়ে আচমকা গোয়ায় নজর কেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের? আসলে ফেব্রুয়ারি মাসেই বিধানসভা নির্বাচন গোয়ায়। হাতে বাকি মাত্র দু’ মাস। বাংলা নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের নজর তাই গোয়ায়। তৃণমূল সু্প্রিমোর শেষ গোয়া সফরে একের পর এক চমকে মাত হয়ে গিয়েছিল জাতীয় রাজনীতি। কংগ্রেসের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও-এর জোড়াফুল শিবিরে যোগদানে সাগরপাড় জয়ের যে ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল, তা আরও পোক্ত হয়ে একের পর এক জনপ্রিয় মুখের যোগদানে। Leander Paes, নাফিসা আলি-এর মতো জনপ্রিয় সর্বভারতীয় বিখ্যাত ব্যক্তিত্বের তৃণমূলে যোগদান গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে অনেকটা মাইলেজ দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen