আগামীকাল হবিবপুরে মুখ্যমন্ত্রীর সভা, প্রস্তুতি চরমে

শনিবার সভার মাঠের পাশে হেলিকপ্টার নামার মহড়া হয়।

January 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগামীকাল, সোমবার নদীয়ায় সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রানাঘাটের হবিবপুরের (Habibpur) ছাতিমতলা ময়দানে সেই সভার আগে শনিবার মাঠজুড়ে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার সভার মাঠের পাশে হেলিকপ্টার নামার মহড়া হয়। একদিকে পুলিস প্রশাসনের কর্তাব্যক্তিরা মাঠের নিরাপত্তা ব্যবস্থা যেমন খতিয়ে দেখেন, তেমনি রাজনৈতিক নেতাকর্মীরা ব্যস্ত ছিলেন মাঠ এবং এলাকাজুড়ে মুখ্যমন্ত্রীর ছবিসহ ফেস্টুন এবং দলীয় পতাকায় গোটা এলাকা মুড়ে ফেলতে। রানাঘাট পুলিস জেলার সুপার ভিএসআর আনন্তনাগ বলেন, নিরাপত্তা ব্যবস্থায় কোনও রকম খামতি যাতে না থাকে তা দেখা হচ্ছে। মিছিল কোন পথে আসবে, মিছিলের গাড়ি কোথায় পার্কিং হবে সবকিছুই দেখা হয়েছে। 

ছাতিমতলা ময়দানের ঠিক পিছনের মাঠে মুখ্যমন্ত্রী আসার জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখানেই শনিবার দুপুরে হেলিকপ্টার মহড়া দেয়। 
এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে জেলা সফরে এসে এই মাঠেই সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। বছর ঘুরতেই সেই একই মাঠে সভা করতে চলেছেন তিনি। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিল শাসকদলের প্রার্থী। এবার বিধানসভা ভোটে এই এলাকাকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে শাসকদল।

নদীয়া জেলা তৃণমূলের মুখপাত্র বাণীকুমার রায় বলেন, সোমবার মুখ্যমন্ত্রী ছাতিমতলার মাঠে  জনসভা করবেন। তাঁর জনসভায় এমনিতেই প্রচুর মানুষ আসেন। জেলা সভাপতি মহুয়া মৈত্র প্রত্যেক এলাকায় মিটিং করে জানিয়েছেন বুথ কমিটি থেকে শুরু করে সমস্ত কমিটির সদস্য, জনপ্রতিনিধি, সমর্থক প্রত্যেককেই জনসভায় আসতে হবে। আমরা এক লক্ষ মানুষের জমায়েত করার লক্ষ্যে এগিয়েছি। তারমধ্যে রানাঘাট এবং কল্যাণী মহকুমার এলাকা থেকে বেশি সংখ্যক লোক আসবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen