তৃণমূলের উত্থানে শঙ্কিত গোয়া বিজেপি! সঙ্কটে প্রমোদ সাওয়ন্তের গদি?

উত্তরাখণ্ড, গুজরাট, কর্ণাটকের পর এবার কি গোয়ার পালা?

December 14, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

উত্তরাখণ্ড, গুজরাট, কর্ণাটকের পর এবার কি গোয়ার পালা? কয়েকটি সু্ত্র থেকে জানা গিয়েছে, গোয়ায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের মুখ্যমন্ত্রীত্বের সময় সীমা খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে। এ জল্পনা সত্যি হলে, প্রমোদ সাওয়ান্তের পদত্যাগ কেবল সময়ের অপেক্ষা।


তৃণমূলের দাপটে সাগরপাড়ের রাজ্যে শাসক দল বিজেপি চোখে সর্ষে ফুল দেখছে। ক্রমেই গোয়ার মাটিতে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করে চলেছে তৃণমূল। তাতে শঙ্কিত হয়ে পড়েছে বিজেপি। সুত্রের খবর, ঘাসফুলকে রুখতে বিজেপির দিল্লির নেতারা চাইছেন অন্য কাউকে মুখ্যমন্ত্রী করে নিয়ে আসতে।মাত্র কয়েক মাসের মধ্যে গোয়ায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। এই অবস্থায় গোয়ার ক্ষমতা দখলে রাখতে মরিয়া বিজেপি, তাই নতুন কাউকে সামনে এনে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় গোয়ার মুখ্যমন্ত্রী বদল করা হতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছু দিন আগেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধে দুর্নীতির এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন গোয়ার প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। তাঁর দাবি, গোয়া সরকার আপাদমস্তক দুর্নীতিগ্রস্থ। দুর্নীতির অভিযোগে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের পদত্যাগের দাবিতে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেসও। সাওয়ান্তের ইস্তফার দাবিতে গোয়ার রাজ্যপালের কাছে স্মারকলিপিও জমা দিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল।

নির্বাচনের সময় যত এগোচ্ছে গোয়ায় ততই জোড়াফুলের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, এতেই ভয় পেয়ে বিজেপি মুখ্যমন্ত্রী বদলের পরিকল্পনা নিচ্ছে। এখন দেখার কী হয়। তবে তৃণমূলের আগমনে গোয়া বিজেপির আত্মবিশ্বাস যে একেবারেই তলানিতে ঠেকেছে, মুখ্যমন্ত্রী বদলের এই জল্পনা কার্যত তা নিশ্চিত করে দিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen