লকডাউনের মধ্যেই ব্রিগেড সমাবেশ? কাদের ডাকে,জেনে নিন

এই সামাবেশ কোনও রাজনৈতিক দলের নয়, বরং একটি সামাজিক প্রতিষ্ঠানের। আগামিকাল ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। সেই উপলক্ষে আয়োজন করা হয়েছে রক্তদান শিবির।

June 14, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনার এই ভয়ঙ্কর সংক্রমণের সময়ে ব্রিগেড যাওয়ার ডাক! শুনলে অবাক লাগবে বইকি! এরকম সময়ে জমায়েত হলে সামাজিক দূরত্ব বজায় থাকবে কীভাবে? সমাবেশে যাবেনই বা কারা? কোন দল ডাকলো! এরকম প্রশ্ন উঠবেই। কিন্তু ব্রিগেড হচ্ছে, আগামিকাল ১৪ জুন।

না, এই সামাবেশ কোনও রাজনৈতিক দলের নয়, বরং একটি সামাজিক প্রতিষ্ঠানের। আগামিকাল ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। সেই উপলক্ষে আয়োজন করা হয়েছে রক্তদান শিবির। আয়োজক কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন। সকাল দশটায় রক্তদাতাদের আসতে আহ্বান জানানো হয়েছে। রক্তদান শিবির অনুষ্ঠিত হবে ময়দান মেট্রোর এক নম্বর গেটের পাশে। শিবির চলবে বিকেল চারটে পর্যন্ত।

উল্লেখ্য, ‘ব্রিগেডে’র সঙ্গে জড়িয়ে অনেক ইতিহাস। সেই ইতিহাসের বেশির ভাগটাই রাজনীতির। ব্রিগেডের ইতিহাসে যুক্ত হতে চলেছে রক্তদান শিবির। সমাবেশ শুরুর আগে স্যানিটাইজ করা হচ্ছে গোটা জায়গাটা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen