Weather Update: আগামী কয়েকদিন রাজ্যে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
January 9, 2026
|
< 1 min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:২০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে তীব্র শীতে কাঁপছে গোটা বাংলা। আজকের দিনটিও হাড় কাঁপানো ঠান্ডা দিয়ে শুরু হয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার পর্যন্ত শীতের এই দাপট অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার সতর্কতা থাকবে।
উত্তরবঙ্গের সব জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকছে আলিপুরদুয়ার, দার্জিলিঙ, কালিম্পং, কোচবিহার, দুই দিনাজপুরে।