ফের ব্যাঙ্ক একত্রীকরণ! কতটা বিপাকে পড়বে আম জনতা?

আবারও ব্যাঙ্ক একত্রীকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্রের জোট সরকার।

July 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ফের শুরু ব্যাঙ্ক বিক্রির তোড়জোড়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও ব্যাঙ্ক একত্রীকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্রের জোট সরকার। এবার চারটি ছোট ব্যাঙ্ক মিলিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ সংশোধনী আইনেও বদল আনতে পারে সরকার। চারটি ব্যাঙ্ক হল ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

দুটি বিষয়ে ভাবা হচ্ছে, ইউকো ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের মার্জ করা হতে পারে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মার্জ হতে পারে। সফটওয়্যারের ভিত্তিতে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও কানারা ব্যাঙ্ক বা ইন্ডিয়ান ব্যাঙ্ককেও একীভূত করা হতে পারে। একত্রীকরণের জন্য সরকার বিশেষ প্রস্তুতি নিতে শুরু করেছে।

ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ সংশোধনী আইনেও বদল আনা হতে পারে। যদিও সরকারের সংযুক্তিকরণ নিয়ে কর্মচারীদের একাংশ বিরোধিতা করেছে। অনেকেই আশঙ্কা করছেন, এই সিদ্ধান্তের জেরে চাকরি হারাতে হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen