বিজেপিতে যোগ দিয়ে হিন্দীতে ‘নমস্কার’! নেটদুনিয়ায় ক্ষোভের মুখে পায়েল

পায়েলের কাছে একযোগেই নেটিজেনদের প্রশ্ন, ‘বাংলায় থেকে বাঙালি হয়ে শুধুমাত্র বিজেপি নেতা-নেত্রীদের সন্তুষ্টির জন্য হিন্দী বলতে লজ্জা করেনা?’

March 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত বৃহস্পতিবার জেপি নাড্ডার উপস্থিতিতে দিলীপ ঘোষের (Dilip Ghosh) হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন টলিউডের পরিচিত মুখ পায়েল সরকার (Payel Sarkar)। বিজেপিতে গিয়েই সকলকে ‘নমস্কার’ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। তবে এখানেই বাঁধে বিপত্তি। তিনি নমস্কার লেখেন হিন্দীতে। আর এতেই চটেছেন বাঙালি।

এতদিন বাংলাতে থেকে, বাংলা সিনেমাতে অভিনয় করে তিনি কি করে ভুলে গেলেন বাংলা ভাষা, এই নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, ‘বিজেপিতে (BJP) যোগ দিয়েই বাংলা ভুলে গেলেন?’ আবার কেউ কেউ লিখেছেন যে, ‘এমন দলে আপনি যোগদান করলেন কেন যেখানে নিজের সত্ত্বা, মাতৃভাষা সবকিছুকেই আপনাকে বিসর্জন দিয়ে আপনাকে সেই দলের নেত্রী প্রমাণ করতে হয়!’ পায়েলের কাছে একযোগেই নেটিজেনদের প্রশ্ন, ‘বাংলায় থেকে বাঙালি হয়ে শুধুমাত্র বিজেপি নেতা-নেত্রীদের সন্তুষ্টির জন্য হিন্দী বলতে লজ্জা করেনা?’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen