বাংলার পরবর্তী DGP নিয়োগ ঘিরে জট, রাজ্যের প্যানেল ফেরত পাঠাল UPSC

January 6, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৬: নজিরবিহীন! রাজ্য পুলিশের ডিজিপি নিয়োগ ঘিরে প্রশাসনিক জটিলতা তৈরি হল। রাজ্যের পাঠানো ডিজিপি প্যানেলের তালিকা ফেরত পাঠিয়ে দিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। বাংলার বর্তমান ডিজিপি রাজীব কুমার আগামী ৩১ জানুয়ারি অবসর নেবেন। কিন্তু ভোটের মুখে পরবর্তী ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা চরমে পৌঁছেছে।

জানা যাচ্ছে, UPSC-র অল ইন্ডিয়া সার্ভিসেস-র (AIS) ডিরেক্টর নন্দকিশোর কুমার বাংলার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, এখন বাংলার জন্য ডিজিপি প্যানেল চূড়ান্ত করা UPSC-র পক্ষে সম্ভব নয়। বেনজিরভাবে রাজ্যকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রকাশ সিং মামলার প্রসঙ্গ উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ডিজিপির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে আগামী ডিজিপি বাছাইয়ের জন্য UPSC-র কাছে প্রস্তাব পাঠাতে হয়। কিন্তু এবার নিয়ম মানা হয়নি বলেই মত কমিশনের।

বিগত বছরের জুলাইয়ে রাজ্য যে প্যানেল পাঠায়, তাতে রাজীব কুমার, রাজেশ কুমার ও রণধীর কুমারে নাম ছিল। গত অক্টোবরে UPSC-র এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক হয় রাজ্যের তালিকা নিয়ে। তাতেও কোনও সিদ্ধান্ত হয়নি। প্যানেলে থাকা আধিকারিকদের চাকরির মেয়াদ নিয়েও প্রশ্ন ওঠে। রাজীব কুমার ও রাজেশ কুমারের অবসর আর ছ’মাসেরও কম সময়ের মধ্যে। UPSC-র গাইডলাইন অনুযায়ী, এত অল্প মেয়াদ বাকি থাকলে কাউকে ডিজিপি প্যানেলে রাখা যায় কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এই আবহে দেশের অ্যাটর্নি জেনারেলের মতামত চায় UPSC। ফলে ৩১ জানুয়ারির পর রাজ্য পুলিশের শীর্ষপদে কে বসবেন, তা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। প্রশাসনের একাংশের মতে, এমন পরিস্থিতি শেষ কবে হয়েছিল মনে করা যাচ্ছে। ভোটের মুখে প্রশাসনের এহেন দোদুল্যমান অবস্থা কার্যত বেনজির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen