যশ – গবাদি পশু ও পাখির সুরক্ষায় কন্ট্রোলরুম

মঙ্গলবার থেকে সমস্ত স্টাফদের অফিসে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। প্রাণিসম্পদ দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইতিমধ্যেই এই নির্দেশ দপ্তরের প্রতিটা অধিকারিরকের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর।

May 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ঘূর্ণিঝড় আছড়ে পড়লে মানুষের পাশাপাশি গবাদি পশু ও পাখিদেরও ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাদের নিরাপত্তা ও আপৎকালীন পরিস্থিতিতে উদ্ধার ও শুশ্রূষা করার ব্যবস্থা করতে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম (Control Room) খোলা রাখার ব্যবস্থা করল রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। মন্ত্রী স্বপন দেবনাথের নির্দেশে যশ (Yaas) মোকাবিলায় বাড়তি তৎপরতা গ্রহণ করেছে দপ্তর। রাজ্যের প্রত্যেকটি জেলায় ডেপুটি ডিরেক্টরদের তত্ত্বাবধানে একটি করে কন্ট্রোল রুম খোলা হচ্ছে। জেলা হেডকোয়ার্টারে থাকবে সেই কন্ট্রোল রুম। সেখান থেকে গোটা জেলার পরিস্থিতি মনিটর করা হবে। মঙ্গলবার থেকে সমস্ত স্টাফদের অফিসে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। প্রাণিসম্পদ দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইতিমধ্যেই এই নির্দেশ দপ্তরের প্রতিটা অধিকারিরকের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর।

ব্লক স্তরে বিএলডিওদের নিজেদের অফিসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পশু ও প্রাণীদের ওষুধ থেকে চিকিৎসা ব্যবস্থার যাতে কোনও ত্রুটি না হয়, সেই দিকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জরুরি ওষুধ মজুত করা হয়েছে। গবাদি পশুদের আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হলে, জখম অবস্থায় তাদের উদ্ধার করতে বেগ পেতে হয়। তাই মানুষের উদ্ধারের পাশাপশি দ্রুত তাদের উদ্ধার করে এনে দপ্তরের কর্মীরা চিকিৎসার ব্যবস্থা করবেন। মন্ত্রী বলেন, আমরা প্রস্তুত রয়েছি। দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি নির্দেশিকা জারি করে প্রত্যেককে সতর্ক থাকতে বলেছেন। জেলার প্রতিটি ডেপুটি ডিরেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে, মঙ্গলবার থেকে সমস্ত ছুটি বাতিল। মানুষের পাশাপাশি গবাদি পশু ও পাখিদের রক্ষা করতে হবে। তাদের খাদ্য ও ওষুধের মজুত রাখা হচ্ছে। ঝড়ের সময় আশ্রয়স্থলে সকল প্রাণীকে যাতে মুক্ত রাখা হয়, সেটিও প্রচার করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen