বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তীর নামে ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা

রবিবার বিজেপির ভার্চুয়াল মিটিং ছিল।

January 11, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

বিজেপি নেতা (BJP Bengal) অমিতাভ চক্রবর্তীর নামে ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর (Amitava Chakraborty) নাম করে ওই পোস্ট ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। একাধিক ফেসবুক পোস্ট রীতিমতো ভাইরাল। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অমিতাভবাবু। বঙ্গ বিজেপির তরফেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানানো হয়নি।

রবিবার বিজেপির ভার্চুয়াল মিটিং ছিল। রাজ্য বিজেপির পদাধিকারী ছাড়াও বৈঠকে সমস্ত জেলা সভাপতি ও পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, ‘গতকাল রাজ্যের ভার্চুয়াল মিটিংয়ে অমিতাভ চক্রবর্তী স্বীকার করলেন পিকের টিমের সাথে ওনার কথা হয় তাহলে বিধানসভা ভোটের হারের দায় কার ??’ আরেকটি পোস্টে লেখা হয়েছে, ‘ভার্চ্যুয়াল মিটিং এ WB বিজেপির OGS অমিতাভ চক্রবর্তী স্বীকার করলেন যে উনার সাথে PK টীমের যোগাযোগ আছে! বিধানসভা ভোটে হারের কারন বুঝতে পারছেন তো?’

বলাই বাহুল্য, পোস্ট দুটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। অনেকেই অমিতাভ চক্রবর্তীকে ট্রোল করা শুরু করেছেন। বিজেপির হারের কারণ এতোদিনে প্রকাশ্যে এল বলেও মন্তব্য করেছেন অনেকে। নিজেকে জলপাইগুড়ির বাসিন্দা বলে দাবি করা এক ব্যক্তি আজ, সোমবার দুপুর ২টোয় অমিতাভবাবুকে নিয়ে পোস্টটি করেছেন। দিনকয়েক আগে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘প্রশ্ন: ২০১৯ এর পর পশ্চিমবঙ্গে বিজেপির এই ধারাবাহিক ব্যার্থতার কারন কি? উত্তর: রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী।’

নিজেকে জয়নগরের বাসিন্দা বলে দাবি করা এক মহিলা আজ, সোমবার দুপুর ২টো ৩৬-এ অমিতাভবাবুকে নিয়ে প্রায় একই ধরনের পোস্ট করেছেন। তার আগে আজ সকালে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘চক্রবর্তী বাবুর বিদায় ঘন্টা বেজে উঠেছে বন্ধু।’ জলপাইগুড়ির বাসিন্দা তাঁর পোস্টটি ৯৮ জনকে ট্যাগ করেছেন। যদিও পোস্টে রিঅ্যাকশনস মাত্র ৮টি, কমেন্ট একটি। পোস্টটি শেয়ার করেছেন ২৯ জন। জয়নগরের মহিলার তাঁর পোস্টটি ৪১ জনকে ট্যাগ করেছেন। ওই পোস্টে ৮টি রিঅ্যাকশনস, কমেন্ট ৩টি। শেয়ার হয়েছে ১০ বার। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen