টিভি সিরিয়ালে আর দেখানো যাবে না কোনও খল চরিত্র, কেন্দ্রের নয়া ঘোষণায় বিতর্ক

খলনায়ক বা খলনায়িকারাই তো সিরিয়ালের প্রধান চরিত্রকে দর্শকের সামনে ফুটিয়ে তোলে।

November 5, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

সিরিয়ালে খলনায়ক বা খলনায়িকার ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা সিরিয়ালপ্রেমীরা খুব ভালভাবেই জানেন। তবে ভাবুন তো, যদি সিরিয়ালে ভিলেন না থাকে? তাহলে কেমন লাগবে? ভাবছেন হয়ত, ভিলেন না থাকলে সিরিয়াল চলবে কীভাবে!

খলনায়ক বা খলনায়িকারাই তো সিরিয়ালের প্রধান চরিত্রকে দর্শকের সামনে ফুটিয়ে তোলে। তাঁদের ফাঁদ থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করেন মূল চরিত্র। তাই ভিলেন ছাড়া সিরিয়াল সম্ভবই নয় বলেই মনে করছেন তাই না? তবে এবার এমনটাই হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ঘোষণা করেছে, ছোট পর্দায় আর কূটকাচালি, খলনায়িকা চরিত্র দেখানো যাবে না। কিন্তু কেন? বলা হয়েছে, সমাজের বহু মানুষের মনে কুপ্রভাব পড়ছে। যার ফলে হিংসা বাড়ছে। অশান্তি হচ্ছে বাড়িতে বাড়িতে। সেই মতো ১৯৯৪ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইনে বদল আনা হবে।

কেন্দ্রীয় সরকারের আন্ডার সেক্রেটারি সোনিকা খট্টর ১ নভেম্বর এই বিষয়েই নোটিশ দিয়েছেন। বাংলা বা হিন্দি ধারাবাহিকে যে শাশুড়ি-বউমার ঝগড়া, কূটকাচালি, একাধিক বিয়ে, এমনকী মেরে ফেলার ছক কষা- এই সব দেখানো হয়। তা নিয়ে অনেক দিন ধরেই বিভিন্ন মাধ্যমে আপত্তি তোলা হচ্ছিল। সোশ্যাল অ্যাক্টিভিস্টরাও অনেক বার জানিয়েছেন, এই ধরণের বিষয় দেখানো বন্ধ করানোর জন্য। তাই এবার ভিলেনদের ছাড়াই সিরিয়াল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু সত্যিই খল চরিত্ররা যদি না থাকে, তবে চলবে ছোট পর্দার ধারাবাহিকগুলো? কারণ ছোট পর্দায় নায়ক-নায়িকা যতটা গুরুত্ব পায়, তার থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয় খলচরিত্রে। টলিপাড়ায় এ খবর আসতেই চিন্তায় পড়ে গিয়েছেন বাংলার খল নায়ক বা নায়িকারা।

খলনায়িকা হিসেবে তুমুল জনপ্রিয় মৌমিতা গুপ্ত, স্বাগতা মুখার্জি , জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তীর মতো অভিনেত্রীরা। এরা না থাকলে মানুষ সিরিয়াল দেখবে? অনেকের মতেই ‘না’।

মৌমিতা গুপ্ত আতঙ্কের সুরে বলেন, ‘জীবনেও তো খলচরিত্ররা থাকে। তাহলে পর্দায় কেন থাকবে না? খল চরিত্র না থাকলে ধারাবাহিক চলবে কী করে।’ টলিউডের স্বাগতা মুখার্জি থেকে জুন আন্টি সকলেই বলছেন, ‘খলচরিত্রদের শেডে বদল আনা যেতে পারে। তাই বলে তাঁরা থাকবে না। এটা হয় না। না থাকলে সিরিয়ালের আসল মশলাই তো থাকবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen