করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ
গুরুতর আহতদের ২ লক্ষ এবং অল্প চোট-আঘাত যাঁরা পেয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
June 2, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল রেল মন্ত্রক। শুক্রবার রাতে টুইটে এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
গুরুতর আহতদের ২ লক্ষ এবং অল্প চোট-আঘাত যাঁরা পেয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, শুক্রবার রাতেই রেলমন্ত্রী ওড়িশার বালেশ্বরের ওই দুর্ঘটনাস্থলে আসছেন বলেও জানিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন রেল বোর্ডের চেয়ারম্যান অনিলকুমার লাহোটি।