দেশের প্রথম করোনামুক্ত রাজ্য গোয়া

গোয়ায় যখন করোনা প্রথম থাবা বসিয়েছিল তখনই কড়া হাতে এই মারণ ভাইরাসকে দমন করতে মাঠে নামে গোয়া প্রশাসন। আর তার ফলও মিলেছে হাতেনাতে। মূলত সেই কারণেই দেশে করোনা পরিস্থিতি যখন আরও উদ্বেগজনক হয়ে উঠছে এবং একাধিক রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা সেইসময় গোয়া প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হল ৩ এপ্রিলের পর থেকে নতুন কোনও করোনা আক্রান্তের খবর মেলেনি ওই রাজ্যে। পাশাপাশি করোনা আক্রান্ত ওই রাজ্যের ৬ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। অর্থাৎ বলা যেতেই পারে করোনার করাল গ্রাস থেকে মুক্তি পেয়েছে এই রাজ্য।

April 21, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

গোয়ায় যখন করোনা প্রথম থাবা বসিয়েছিল তখনই কড়া হাতে এই মারণ ভাইরাসকে দমন করতে মাঠে নামে গোয়া প্রশাসন। আর তার ফলও মিলেছে হাতেনাতে। মূলত সেই কারণেই দেশে করোনা পরিস্থিতি যখন আরও উদ্বেগজনক হয়ে উঠছে এবং একাধিক রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা সেইসময় গোয়া প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হল ৩ এপ্রিলের পর থেকে নতুন কোনও করোনা আক্রান্তের খবর মেলেনি ওই রাজ্যে। পাশাপাশি করোনা আক্রান্ত ওই রাজ্যের ৬ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। অর্থাৎ বলা যেতেই পারে করোনার করাল গ্রাস থেকে মুক্তি পেয়েছে এই রাজ্য।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, এই মুহূর্তে সে রাজ্যে কোনও করোনা আক্রান্তের খবর নেই। গত ৩ এপ্রিলের পর থেকে রাজ্যে নতুন করে কেউ এই মারণ ভাইরাসে আক্রান্ত হননি। পাশাপাশি যে ৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল তারাও করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। ফলে গোয়ায় কোনও করোনা অ্যাক্টিভ কেস নেই এই মুহূর্তে। তবে এখনও করোনা যুদ্ধে জয়লাভ করেছেন যারা তাঁদের কোয়ারেন্টাইনেই রাখা হয়েছে। কয়েকদিন পর্যবেক্ষণে থাকার পর তাঁরা তাঁদের সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

কিন্তু কিভাবে এল এই অবিশ্বাস্য সাফল্য? এদিন গোয়ার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, রাজ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী সকলেই নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই রাজ্য তথা রাজ্যবাসীকে করোনার মতো ভয়াবহ মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং পুলিশকর্মীদের অসংখ্য ধন্যবাদ।’

তাহলে কি খুব তাড়াতাড়ি গোয়া কে গ্রিন জোনের আওতায় ফেলা হবে? প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ‘গোয়াকে কোন জোনের আওতায় ফেলা হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে কেন্দ্রের উপর। তবে আমরা এখনই রাজ্য থেকে লকডাউন তুলে নিচ্ছি না। কেন্দ্রীয় সরকার দ্বারা ঘোষিত এই লকডাউনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে সমস্ত কিছু বন্ধ থাকবে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen