গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ৬১৬৮ জন, মৃত্যু ২১ জনের
একদিনে করোনায় মৃত ২১ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৯৩২ জন।

গত ২৪ ঘণ্টায় ফের কমল দেশের করোনা সংক্রমণ। বৃহস্পতিবারের থেকে শুক্রবার কিছুটা নিম্নমুখী আক্রান্তের সংখ্যা, অ্যাকটিভ কেস এবং পজিটিভিটি রেট।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৬৮ জন। পজিটিভিটি রেট ১.৯৪ শতাংশ।
দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.১৩ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ৫৯ হাজার ২১০ জন। একদিনে করোনায় মৃত ২১ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৯৩২ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৮ লক্ষ ৫৫ হাজার ৩৬৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৮৫ জন। সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ।