কবে শুরু হবে NEET-UG-র কাউন্সেলিং? অনিশ্চিয়তায় পড়ুয়াদের জীবন

পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি সুপ্রিম কোর্টে জানিয়েছিল শনিবার অর্থাৎ ৬ জুলাই থেকে নিট-ইউজি’র কাউন্সেলিং শুরু হবে।

July 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
কবে শুরু হবে NEET-UG-র কাউন্সেলিং? অনিশ্চিয়তায় পড়ুয়াদের জীবন। প্রতীকী ছবি, সৌজন্যে: indianexpress

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পিছিয়ে দেওয়া হল সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির কাউন্সেলিং। ২০২৪ সালের নিট নিয়ে বিতর্কের শেষ নেই, প্রশ্ন ফাঁস থেকে গ্রেস নম্বর পাইয়ে দেওয়া একাধিক অভিযোগ সামনে এসেছে। পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি সুপ্রিম কোর্টে জানিয়েছিল শনিবার অর্থাৎ ৬ জুলাই থেকে নিট-ইউজি’র কাউন্সেলিং শুরু হবে। অনির্দিষ্ট কালের জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী সোমবার সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি হবে।

নিটের প্রশ্ন বিক্রির অভিযোগে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই কয়েক জনকে গ্রেপ্তার করেছে। ২০২৪-এর নিট-ইউজি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। শুক্রবার কেন্দ্রের তরফে হলফনামা দিয়ে আদালতে জানানো হয়, পরীক্ষা বাতিল করার কোনও যুক্তি নেই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মতে, পরীক্ষা বাতিল হলে লক্ষ লক্ষ পরীক্ষার্থী বিপদে পড়বেন। হলফনামায় দাবি করা হয়, নিটে বড় মাপের অনিয়মের কোনও প্রমাণ মেলেনি।

কেন্দ্র জানায়, সিবিআই তথাকথিত অনিয়মের তদন্ত করছে। পরীক্ষার পবিত্রতা নিশ্চিত করতে ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আবেদনকারী পক্ষ কাউন্সেলিং স্থগিতের আবেদন জানালে, তাতে সম্মতি দেয়নি শীর্ষ আদালত। কিন্তু এনটিএ শনিবার জানায় পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত কাউন্সেলিং স্থগিত রাখা হচ্ছে। যা নিয়ে নানান প্রশ্ন উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen