তথ্যে কারচুপি নীতিশ রাজ্যে, রাতারাতি মৃতের সংখ্যা বাড়ল ৭২%

বিজেপির জোটসঙ্গী শাসিত বিহারে যে ভাবে রাতারাতি করোনায় মৃতের সংখ্যা এক ধাক্কায় ৭২ শতাংশ বেড়ে গেল, তা যে কেন্দ্রীয় সরকারকেও প্রশ্নের মুখে ফেলবে, সে ব্যাপারে সন্দেহের অবকাশ কম।

June 11, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

কোভিডে মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না ভারত, নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের বিরুদ্ধে এই অভিযোগ ঘরে-বাইরে বিভিন্ন সময়ে উঠেছে। প্রত্যাশিত ভাবেই সেই অভিযোগ অস্বীকার করেছে মোদী সরকার। কিন্তু বিজেপির জোটসঙ্গী শাসিত বিহারে যে ভাবে রাতারাতি করোনায় মৃতের সংখ্যা এক ধাক্কায় ৭২ শতাংশ বেড়ে গেল, তা যে কেন্দ্রীয় সরকারকেও প্রশ্নের মুখে ফেলবে, সে ব্যাপারে সন্দেহের অবকাশ কম।

মঙ্গলবার পর্যন্ত বিহারে করোনায় মৃতের (Death) সংখ্যা ছিল ৫,৪৫৮। বুধবার সন্ধ্যায় বিহারের স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন বলছে, করোনায় মৃতের সংখ্যা নাকি ৯,৪২৯! অর্থাৎ, একদিনে কেবল বিহারে করোনায় মৃত্যু হয়েছে ৩,৯৫১ জনের! আর তার জেরে দেশের দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যা পৌঁছে গেল ৬,১৪৮-এ, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ দৈনিক মৃত্যু!

দেশের সংক্রমণের গ্রাফ কিন্তু নিম্নমুখীই। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৯৪,০৫২ আর বিহারের সংখ্যাটা বাদ দিলে একদিনে দেশে মৃত্যু ২,১৯৭- যা করোনার নিম্নমুখী গতিরই প্রমাণ। তা হলে আচমকা বিহারে কী এমন ঘটল?

এখানেই উঠে আসছে রাজনৈতিক দোষারোপের পালা এবং স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে বিহারের গঙ্গায় দেহ ভেসে আসার ঘটনা নিয়ে। তবে কি বিহারের ‘হিসেব বহির্ভূত’ করোনা রোগীদের দেহ ছুড়ে ফেলা হয়েছিল নদীতে? প্রশাসনের তরফে জবাব না মিললেও রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে।

বিহারে বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, নিজেদের কোভিড নিয়ন্ত্রণের ব্যর্থতা লুকোতে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা চেপে যাচ্ছে নীতীশ কুমারের সরকার। গত মাসে বক্সারের কাছে নদীতে মৃতদেহ ভাসার ছবি বিরোধীদের অভিযোগকে আরও পোক্ত করে। মৃত্যুর সঠিক সংখ্যা প্রকাশের দাবি নিয়ে পাটনা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধীরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে এপ্রিল-মে মাসে বিহারে কতজন করোনায় মারা গিয়েছেন, তার অডিট করার নির্দেশ দেয় পাটনা হাইকোর্ট। আর তাতেই ধরা পড়ে সংখ্যার গরমিল!

তিন সপ্তাহের অডিট রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২০-এর মার্চ থেকে ২০২১-এর মার্চ পর্যন্ত বিহারে করোনায় মৃতের সংখ্যা ১,৬০০, আর ২০২১-এর এপ্রিল থেকে ৭ জুনের মধ্যে মৃতের সংখ্যাটা ৭,৭৭৫, অর্থাৎ প্রায় ছ’গুণ! বিহারের স্বাস্থ্য দপ্তরের দাবি, সব জেলার কোভিডের তথ্য যাচাই করে মৃতের এই নতুন সংখ্যা প্রকাশ্যে এসেছে। ৩৮টি জেলায় কোথায় কত মৃত্যু, সেই পরিসংখ্যান স্বাস্থ্য দপ্তর প্রকাশ করলেও কোন সময়ের মধ্যে এই ঘটনা ঘটেছে, তা স্পষ্ট করেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen