করোনা ঠেকাতে সোনার মাস্ক

কেউ মশকরা করছেন। আবার কেউ এই তীব্র আকালের দিনে শৌখিনতার নামে এহেন অসংবেদনশীল আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

July 5, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

পুনের পিম্পরির বাসিন্দা শঙ্কর কুরাদে। ছেলেবেলা থেকেই সোনা পরার শখ। গলায় ঝুলছে খাঁটি সোনার চেন। হাতে শোভা পাচ্ছে ব্রেসলেট। সেটাও সোনার। দু’হাতের দশ আঙুলে ভর্তি সোনার আংটি। এতদূর পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তাই বলে করোনা ঠেকাতে সোনার মাস্ক! তাও পাঁচ ভরির। দাম প্রায় তিন লাখ! সোশ্যাল মিডিয়ায় রাজকীয় মাস্ক মুখে শঙ্করের এই ছবি ভাইরাল হয়েছে। কেউ মশকরা করছেন। আবার কেউ এই তীব্র আকালের দিনে শৌখিনতার নামে এহেন অসংবেদনশীল আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। শঙ্কর কিন্তু নিরুত্তাপ।

Life is certainly precious: Pune man gets gold mask, worth almost ...
সোনার মাস্ক, সংগৃহীত চিত্র

যদিও পাতলা মাস্ক সোনা দিয়ে মুড়োলে আদৌ ভাইরাসের হানা আটকানো যাবে কীনা, এ বিষয়ে তিনি নিজেও যথেষ্ট সন্দিহান। তাই বলে এই বিচিত্র ভাবনা মাথায় এল কীভাবে? শঙ্করের কথায়, ‘কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় রুপোর মাস্ক পরা এক ব্যক্তির ভিডিও দেখি। তখনই সোনার মাস্ক তৈরির চিন্তা মাথায় আসে। তারপর জহুরিকে বরাত দিতেই এক সপ্তাহের মধ্যে মাস্ক হাজির।’ এরপর পরিবারের বাকিরা যদি আবদার করে? শঙ্করের জবাব, ‘তখন তাঁদেরকেও ডিজাইনার সোনার মাস্ক কিনে দেব।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen