নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ

পরিসংখ্যান অনুযায়ী, এদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন বাংলার ২৫৭ জন।

February 14, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিম্নমুখী রাজ্যের কোভিড (COVID) গ্রাফ। তবে দৈনিক সংক্রমণের নিরিখে গত ২৪ ঘণ্টাতেও প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। যা আতঙ্ক বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। একদিনে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন রাজ্যের ২৫৭ জন। সুস্থতার হার ৯৭.৪৯ শতাংশ। যা স্বাভাবিকভাবেই আশার আলো দেখাচ্ছে রাজ্যবাসীকে।

গত মার্চে মারণ করোনা (Coronavirus) থাবা বসিয়েছিল বাংলায়। ভাইরাসকে রুখতে লকডাউন (Lockdown) জারি হলেও লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। প্রাণ গিয়েছে বহু মানুষের। তবে বর্তমানে পরিস্থিতি আয়ত্তে। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন বাংলার ১৮৫ জন। তাঁদের মধ্যে ৬১ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন শীর্ষে ওই জেলা। দ্বিতীয়স্থানে কলকাতা। একদিনে তিলোত্তমার ৫৯ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। তৃতীয় স্থানে হাওড়া, হুগলি ও বাঁকুড়া। তিন জেলায় আক্রান্ত হয়েছেন ১০ জন করে। এছাড়া অন্যান্য সব জেলাতেই এদিন নতুন সংক্রমিতের হদিশ মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৭২, ৪০৫। ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন রাজ্যের মাত্র একজন। তিনি জলপাইগুড়ির বাসিন্দা। নিম্নমুখী মৃত্যুহার স্বাভাবিকভাবেই সাহস জোগাচ্ছে আমজনতাকে। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে বাংলার ১০, ২৩০ জনের। 

পরিসংখ্যান অনুযায়ী, এদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন বাংলার ২৫৭ জন। তাঁদের মধ্যে ৫৯ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ সংক্রমণের পাশাপাশি সুস্থতার নিরিখেও প্রথমস্থানে এই জেলা। দ্বিতীয়ে কলকাতা, একদিনে সুস্থ হয়েছেন সেখানকার ৫৫ জন। এখনও পর্যন্ত বাংলায় করোনাজয়ীর সংখ্যা ৫, ৫৮, ০১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ২২, ০৫৫ জনের। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮২, ৭৮, ১৬৩ জনের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen