২৮ ডিসেম্বরের পর এই প্রথম ১০,০০০ এর সামান্য বেশি দেশের দৈনিক করোনা সংক্রমণ

স্বস্তি দিয়ে এদিন আরও খানিকটা কমেছে অ্যাকটিভ কেস।

February 27, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। বেশ কিছুদিন আগে থেকেই নিম্নমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা। এবার সেটা নেমে এল ১০ হাজারের ঘরে। সেই সঙ্গে দীর্ঘদিন বাদে পজিটিভিটি রেটও নেমে এসেছে মাত্র ১ শতাংশে। নিম্নমুখী দৈনিক মৃতের সংখ্যাও।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৭৩ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। এই মুহূর্তে ভারতে করোনার পজিটিভিটি রেট ১ শতাংশ। দীর্ঘদিন বাদে পজিটিভিটি রেট ১ শতাংশে নামল। বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণ গত কয়েক সপ্তাহে যেমন কমেছে তেমনই কমেছে দেশের মৃত্যুহার। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৩ হাজার ৭২৪ জন।

স্বস্তি দিয়ে এদিন আরও খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৪৭২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস কমেছে ১০ হাজারের বেশি। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাচ্ছে করোনাজয়ীরা। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২২ লক্ষ ৯০ হাজার ৯২১ জন। সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৭ কোটি ৪৪ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ২৪ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১০ লক্ষ ২২ হাজারের কাছাকাছি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen