কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়!

করোনা রিপোর্ট পজিটিভ আসার পর মঙ্গলবার তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

October 7, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভালো আছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর মঙ্গলবার তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

কো-মর্বিডিটির কারণে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা করছে। তবে গতকাল সন্ধ্যায় চিকিৎসকরা জানান, ভালো আছেন তিনি। জ্বর নেই, এক্স-রে রিপোর্টেও মেলেনি ফুসফুসে সংক্রমণের কোনও চিহ্ন। রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে এদিন টুইট করে লেখেন, ‘প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কোভিড পজিটিভ হয়েছেন জেনে আমি চিন্তিত। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’

সম্প্রতি, প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজিটিভ আসে। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলা সিনেমার এই প্রবাদপ্রতীম অভিনেতা। এরপরই তাঁর কোভিড পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এর আগে টলিউডেও হানা দিয়েছে করোনা ভাইরাস। অভিনেত্রী কোয়েল মল্লিকের গোটা পরিবারের পাশাপাশি চিত্র পরিচালক রাজ চক্রবর্তী সহ অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাঁরা প্রত্যেকেই করোনাকে জয় করে বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। শুধুমাত্র বাংলা সিনেমা নয়, টেলিভিশনের বহু অভিনেতা ও কুশীলরাও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen