অসুস্থ গায়িকা নির্মলা মিশ্রর আজ হবে করোনা পরীক্ষা

দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তিনি।

December 27, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
অসুস্থ গায়িকা নির্মলা মিশ্র

ফের অসুস্থ প্রবীণ গায়িকা নির্মলা মিশ্র(Nirmala Mishra)। সাউদার্ন অ্যাভিনিউর (SouthernAvenue) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তিনি। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। আজ হতে চলেছে ওই গায়িকার কোভিড পরীক্ষা(Covid Test)।

নির্মলার ভাইপো দিলীপ মিশ্র(Dilip Mishra) জানিয়েছেন, ‘‘আচমকাই রক্তচাপ নেমে যাওয়ায় তাঁকে নার্সিংহোমে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক। সেই মতো তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।’’ তাঁর মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন নির্মলা। চলতি বছরের জুলাইয়েও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন ওই প্রবীণ গায়িকাকে।

বাংলা গানের স্বর্ণযুগের শিল্পী নির্মলা। একাধিক হিট গান শোনা গিয়েছে তাঁর কণ্ঠে। মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসুর যুগেও স্বকীয়তায় উজ্জ্বল নির্মলা মিশ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen