আজই শুরু হতে চলেছে করোনার টিকাকরণ

ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে করোনার টিকা কোভিশিল্ড।

January 16, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি : প্রতীকী

অপেক্ষার আর কয়েক ঘণ্টা। গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে করোনার টিকাকরণ। রাজ্যে ২১২টি টিকাকরণ কেন্দ্রে শুরু হবে টিকাকরণ। প্রথম দফায় টিকা পাবেন করোনাযোদ্ধারা। দেশজুড়ে টিকাকরণের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে টিকাকরণের ওপর নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে করোনার টিকা কোভিশিল্ড। জেলায় জেলায় সেই টিকা পৌঁছে দিয়েছে স্বাস্থ্য দফতর। টিকা প্রয়োগ শুরু হবে শনিবার থেকে। রাজ্যের ২১২টি কেন্দ্রে ইতিমধ্যে প্রস্ততি সারা। কলকাতায় ১৯টি কেন্দ্রে টিকাকরণ হবে। প্রতিটি কেন্দ্রে কত জনকে টিকা দেওয়া হবে তা নির্দিষ্ট করে রাখা আছে আগে থেকেই।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে টিকার প্রথম ডোজের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে। এদিনের টিকাকরণের ওপর ভিডিয়ো কনফারেন্সিংয়ে নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম কয়েকজন টিকাপ্রাপকের সঙ্গে কথাও বলতে পারেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen