আবারও কেন্দ্রের বঞ্চনা! পলিটব্যুরোর বৈঠক-পরবর্তী বিবৃতিতে ব্রাত্য বঙ্গের CPI(M)

খোদ দলের অন্দরেই বঞ্চিত বঙ্গ সিপিএম!

June 13, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: খোদ দলের অন্দরেই বঞ্চিত বঙ্গ সিপিএম! নির্বাচনের ফলাফলের পর দিল্লিতে পলিটব্যুরোর বৈঠক বসেছিল। তারপর বিবৃতি প্রকাশ করা হল। তাতে বাংলার ফলের কোনও উল্লেখই নেই। রীতিমতো গোসা হয়েছে বাংলার সিপিএমের নেতা-কর্মীদের একাংশের।

পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, লোকসভায় বামদলগুলির উপস্থিতি সামান্য বৃদ্ধি পেয়েছে। সিপিএম ৪টি, সিপিআই ২টি ও সিপিআই (এমএল) লিবারেশন ২টি আসনে জিতেছে। কেরলে সিপিএমের ফল নিয়ে হতাশা প্রকাশ করা হয়েছে। পলিটব্যুরো যে পার্টির ফল নিয়ে হতাশ, তা উল্লেখ করা হয়েছে। হতাশা বিশেষ করে কেরল সম্পর্কে। রাজ্য স্তরে পর্যালোচনার উপর ভিত্তি করে পার্টি আরও বিশ্লেষণ করবে আগামীতে। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির এক সদস্যর কথায়, একটা সময় তো রাজ্যে সিপিএম ছিলাম। বাংলা থেকে সাংসদও অনেক ছিল। এখন এটা দেখে খানিক মন খারাপ হচ্ছে।

পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির গেরোয় জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়া হয়নি। বাংলার প্রতি আজও কি সেই বঞ্চনা আজও অব্যাহত?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen