ফের Insaf Yatra, কবে থেকে আবার পথে নামছে CPI(M)?

মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে গোটা কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল। ইনসাফ যাত্রা নিয়ে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছিল বাম দল গুলির মধ্যে।

February 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দোরগোড়ায় লোকসভা নির্বাচন, সব দলই শুরু করেছে প্রস্তুতি। সিপিএমও জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। এই আবহে আলিমুদ্দিন স্ট্রিট ফের একবার ইনসাফ যাত্রার কথা ভাবছে।

তবে এবারের ইনসাফ যাত্রা করবে রাজ্য সিপিআইএম। গত জানুয়ারিতে ইনসাফ যাত্রার শেষে ব্রিগেডে সমাবেশ করেছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে গোটা কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল। ইনসাফ যাত্রা নিয়ে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছিল বাম দল গুলির মধ্যে। ভোটের আগে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দীপ্ত করতে ফের এই কর্মসূচি করার সিদ্ধান্ত নিচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট।

জাতীয় ও রাজ্যের প্রধান প্রধান ইস্যু ছাড়াও, আঞ্চলিক স্তরের সমস্যা নিয়ে রাস্তায় নামতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটে কী প্রভাব ফেলতে পারবে ইনসাফ যাত্রা?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen