পুঁজির অভাবে পার্টি অফিস ভাড়া দিয়ে বিপাকে সিপিএম

January 13, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:০০: সিপিএমের দলীয় কার্যালয় এখন প্রোমোটারের দখলে? তহবিলের অভাব মেটাতে দলীয় কার্যালয় ভাড়া দিয়ে এখন চরম বিড়ম্বনায় পড়েছে পূর্ব বর্ধমানের গুসকরার সিপিএম (CPM) নেতৃত্ব। ১৯৯৯ সালে তৈরি ঐতিহাসিক ‘রবীন সেন ভবন’ ২০১৯ সালে বার্ষিক ১ লক্ষ ৮০ হাজার টাকায় এক বছরের জন্য স্থানীয় এক প্রোমোটারকে ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার বহু বছর পার হয়ে গেলেও ভাড়াটে ভবনটি ছাড়েননি।

সিপিএম নেতৃত্বের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও ২০২৬ সালেও ভবনটি জবরদখল করে রেখেছেন ওই ভাড়াটে। দল এখন আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে, ভাড়াটের দাবি, লিজ নবীকরণ করলেই তিনি বকেয়া ভাড়া মিটিয়ে দেবেন, কিন্তু ভবন ছাড়তে তিনি নারাজ।

এই ঘটনায় সিপিএমকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তাদের মতে, সিপিএম এখন ‘পুঁজির খেলাতেই’ আটকে গিয়েছে। তবে সিপিএম চাইলে পুরসভার মাধ্যমে ভবন উদ্ধারে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen