মেসির ভূয়সী প্রশংসায় রোনাল্ডো, জানালেন মনের কথা

বয়স বেড়েছে, কিন্তু মেসির বাঁ পা যেন এখনও কথা বলে। বরং অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তাঁর জনপ্রিয়তা যেন আরও গভীর হয়েছে।

July 17, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১১: ফুটবলের দুনিয়ায় প্রতিটি পরতে পরতে লেখা একটি নাম— লিওনেল মেসি (Lionel Messi)। সময়ের স্রোতের সঙ্গে সঙ্গে তাঁর জাদু যেন আরও উজ্জ্বল হয়ে উঠছে। কথায় আছে, “ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট” (The form is temporary, the class is permanent) বহুল প্রচলিত এই প্রবাদ যেন মেসির জন্যই তৈরি। কিছুদিন আগেই মেজর লিগ সকারে সেই পুরনো ‘মেসি ছোঁয়া’ ফিরে এসেছিল। টানা পাঁচটি ম্যাচে জোড়া গোল করে নিজের পায়ের জাদুতে মুগ্ধ করেছিলেন ফুটবলপ্রেমীদের।

বয়স বেড়েছে, কিন্তু মেসির বাঁ পা যেন এখনও কথা বলে। বরং অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তাঁর জনপ্রিয়তা যেন আরও গভীর হয়েছে। মেসির খেলা আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। এখন প্রশ্ন একটাই, শেষবারের মতো কি তিনি পারবেন আগামী বিশ্বকাপে মঞ্চ কাঁপাতে?

এই আশায় বুক বাঁধছেন শুধু মেসি-ভক্তরাই নন, এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, “মেসিকে বিশ্বকাপে দেখা গেলে দারুণ লাগবে। আমরা যারা ওর খেলা উপভোগ করি, তাদের জন্য সেটা দারুণ এক অভিজ্ঞতা হবে। মেসি দুর্দান্ত ফর্মে রয়েছে, আশা করি বিশ্বকাপেও আমরা ওকে সেই ছন্দেই দেখতে পাব।”

রোনাল্ডো আরও বলেন, “ক্লাব বিশ্বকাপেও মেসির খেলা দেখেই বোঝা গেছে, ওর মধ্যে সেই ‘স্পার্ক’টা এখনও জ্বলজ্বল করছে। বল পায়ে এলেই ও ভিন্ন কিছু করে দেখানোর ক্ষমতা রাখে। ওর ম্যাচ রিডিং অসাধারণ। মাঠে কীভাবে দল সাজাতে হবে, তা সতীর্থদেরও বলে দেয়।”

গত মাসে মেসিও রোনাল্ডোকে নিয়ে বলেছিলেন, “রোনাল্ডোর প্রতি আমার শ্রদ্ধা অপরিসীম। ওর ক্যারিয়ার, ওর অবিশ্বাস্য অধ্যবসায় — সবই অনুপ্রেরণাদায়ক। আমরা কখনও খুব ঘনিষ্ঠ বন্ধু হইনি, কিন্তু মাঠের লড়াইয়ের বাইরে সবসময়ই পরস্পরকে সম্মান জানিয়েছি।”

এই দুই মহাতারকার দাপট সকলেই জানে, কিন্তু তাঁদের একে অপরের প্রতি শ্রদ্ধা আরও একবার প্রমাণ করে দিল— তাঁরা শুধু ভালো খেলোয়াড়ই নন, ভালো মনের মানুষও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen