ক্রিশ্চিয়ানও রোনাল্ডোর নতুন রেকর্ড, হাঙ্গেরির বিপক্ষে পর্তুগালের রোমাঞ্চকর জয়

রোনাল্ডোর আন্তর্জাতিক গোল সংখ্যা এখন ১৪১, যা এসেছে ২২৩ ম্যাচ থেকে।

September 10, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৫: ফুটবল ইতিহাসে আরেকটি সোনালি অধ্যায় যোগ করলেন ক্রিশ্চিয়ানও রোনাল্ডো(Cristiano Ronaldo)। সোমবার রাতে ফিফা বিশ্বকাপ(FIFA World Cup 2026 qualifiers) ২০২৬-এর বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে পর্তুগাল ৩-২ গোলে জয় পায়। এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করে রোনাল্ডো বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিংবদন্তি কার্লোস রুইজের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এলেন। দুই তারকার গোল সংখ্যা এখন ৩৯। এখন রোনাল্ডোর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, যিনি করেছেন ৩৬ গোল।

রোনাল্ডোর আন্তর্জাতিক গোল সংখ্যা এখন ১৪১, যা এসেছে ২২৩ ম্যাচ থেকে। বর্তমানে কেরিয়ার জুড়ে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩-এ। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করাই এখন তার পরবর্তী লক্ষ্য।

বুদাপেস্টে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা পর্তুগালের জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। হাঙ্গেরি প্রথমে গোল করে এগিয়ে যায় বার্নাবাস ভার্গার হেড থেকে, জোল্ট নাগির নিখুঁত ক্রসের সুবাদে। তবে ৩৬ মিনিটে ম্যানচেস্টার সিটির তারকা বার্নার্দো সিলভা গোল করে ম্যাচ সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে রোনাল্ডো গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। তার শট হ্যান্ডবলে বাধাপ্রাপ্ত হওয়ায় পেনাল্টি পায় পর্তুগাল, যা নিখুঁতভাবে জালে পাঠান পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা। এই গোলের মাধ্যমেই তিনি বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ইতিহাস গড়েন।

তবে ম্যাচের শেষদিকে উত্তেজনা বাড়িয়ে তোলে হাঙ্গেরি। ৮৪ মিনিটে আবারও হেড থেকে গোল করেন ভার্গা, হাঙ্গেরি সমতায় ফেরে ম্যাচ। কিন্তু মাত্র দুই মিনিট পরেই জোয়াও ক্যানসেলোর দুর্দান্ত শটে জয় নিশ্চিত করে পর্তুগাল।

এই জয়ের ফলে গ্রুপ এফ-এ শীর্ষে উঠল রবার্তো মার্টিনেজের দল, যারা দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, “আমরা ম্যাচে অনেক ভুল করেছি, তবে আমার দলের ছেলেদের মানসিকতা অসাধারণ ছিল। এ ধরনের ম্যাচ থেকে আমরা উন্নতির পথ খুঁজে পাব।”

পর্তুগাল এর আগে আর্মেনিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল। টানা দুই ম্যাচে জয়ের পরে আত্মবিশ্বাস নিয়ে তারা এখন বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পথে আরও একধাপ এগিয়ে গেল। অন্যদিকে, ১৯৮৬ সালের পর থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলতে না পারা হাঙ্গেরির জন্য এই হারে হতাশা আরও গভীর হলো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen