সুন্দরবনে ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখিরা, বলছে পক্ষীশুমারির রিপোর্ট

মনে করা হচ্ছে, সুন্দরবনে অনুকূল পরিবেশ, পর্যাপ্ত খাবার রয়েছে, সেই কারণেই পাখিরা সুন্দরবনকে বেছে নিচ্ছে। আগামীতে পাখির সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

April 22, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
পরিযায়ী পাখির ভিড় বাড়ছে সুন্দরবনে, ফাইল ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রমেই পরিযায়ী পাখির ভিড় বাড়ছে সুন্দরবনে। চলতি বছরে, গত বছরের তুলনায় তাদের আনাগোনা অনেকটাই বেড়েছে। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের পক্ষীশুমারির রিপোর্ট অনুযায়ী, সুন্দরবনের বিভিন্ন জলাশয়, দ্বীপ মিলিয়ে নানান প্রজাতির প্রায় ১৬ হাজার পরিযায়ী পাখি এসেছিল। প্রমাণ পাওয়া গিয়েছে ভিন দেশের বেশ কিছু পাখি, সুন্দরবনকে তাদের স্থায়ী ঠিকানাও বানিয়ে ফেলেছে।

২০টি দ্বীপে পাখি শুমারি করা হয়েছিল। কার্গিল, কলিস্তান, বালিরখাল, পিয়ালিসহ এবার বেশ কিছু নতুন জায়গা চিহ্নিত করেছিলেন বনকর্মীরা। প্রায় এক মাস ধরে স্থানগুলির উপর নজরদারি চালিয়ে দেখা গিয়েছে, কমন শেলডাক, লেসার স্যান্ড প্লুভার, করলিউ স্যান্ডপাইপার, ব্লু হেডেড গাল, ওপেন বিল স্টর্ক, ব্রাউন উইঙ্গড কিংফিশার, গ্রেট নট, রেড নট ইত্যাদি পরিযায়ী পাখিরা বাদাবনে ঘুরে বেড়াচ্ছে। গত বছর সব মিলিয়ে পাখির সংখ্যা ছিল ১২ হাজার। এবার প্রায় চার হাজার বেশি পাখি দেখা গিয়েছে। প্রায় ৮০টি প্রজাতির পাখির দেখা মিলেছে। প্রতি বছরই সংখ্যা বাড়ছে। মনে করা হচ্ছে, সুন্দরবনে অনুকূল পরিবেশ, পর্যাপ্ত খাবার রয়েছে, সেই কারণেই পাখিরা সুন্দরবনকে বেছে নিচ্ছে। আগামীতে পাখির সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

বনবিভাগের কয়েক বছরের পর্যবেক্ষণে উঠে এসেছে, হুইমব্রেল, ইউরেশিয়ান কারলিউ এবং লেসার হুইসলিং ডাক নামক তিন ধরণের পরিযায়ী পাখি পাকাপাকিভাবে সুন্দরবনেই থাকতে আরম্ভ করেছে। বাসা গড়ে, বংশবৃদ্ধিও করছে পাখিগুলো। বনবিভাগের কর্তাদের মতে, আগামীদিনে প্লুভার, স্যান্ডপাইপারের মতো পাখিও সুন্দরবনের স্থায়ী বাসিন্দা হয়ে উঠতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen