পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ দিল্লিতে ধৃত CRPF জওয়ান

শুক্রবার ধৃত জওয়ানকে ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন দিল্লির পটীয়ালা হাউস আদালতের বিশেষ এনআইএ বিচারক চন্দরজিৎ সিংহ

May 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
— প্রতীকী ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৫: ব্লগার জ্যোতি মালহোত্রার পর পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ উঠল সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে! জানা গিয়েছে, দেশের সুরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক গোপন তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিত ওই জওয়ান। গত দু’বছর ধরে চরবৃত্তি চালিয়ে গিয়েছে সে। অবশেষে সোমবার দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করেছে এনআইএ।

টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে চাকরি থেকেও। শুক্রবার ধৃত জওয়ানকে ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন দিল্লির পটীয়ালা হাউস আদালতের বিশেষ এনআইএ বিচারক চন্দরজিৎ সিংহ। অর্থাৎ, আপাতত আগামী ৬ জুন পর্যন্ত হেফাজতেই থাকতে হবে তাঁকে।

ধৃত জওয়ানের নাম মতিরাম জাট। অভিযোগ, ২০২৩ সাল থেকেই নিরাপত্তা বিষয়ক বহু গুরুত্বপূর্ণ তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিতেন মতিরাম। এ জন্য পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের থেকে মোটা অঙ্কের ‘পারিশ্রমিক’ও পেতেন তিনি। দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করানো হয়। আদালতের পর্যবেক্ষণ, “মতিরামের বিরুদ্ধে এমন অভিযোগ শুধুমাত্র দেশের নিরাপত্তা জন্যই নয়, বরং ভারতে আসা বিদেশি পর্যটক এবং সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তাতেও গভীর প্রভাব ফেলতে পারে। সশস্ত্র বাহিনী দেশের অন্যতম স্তম্ভ। তাদের বিরুদ্ধে এমন কাজ করার অর্থ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। অবিলম্বে তদন্ত করে কড়া পদক্ষেপ করা উচিত।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen