পশুদের নিয়ে অমানবিকতা অব্যাহত, অরুণাচল থেকে গুজরাতে ট্রাকে গেল হাতি

আসাম-অরুণাচল সীমান্ত এলাকায় হাতিগুলোকে ট্রাক তোলা হয়েছে বলে জানা গিয়েছে। বন্যপ্রাণের প্রতি চরম অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠছে।

April 25, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
অরুণাচলপ্রদেশের নামসাই থেকে ২০টি হাতিকে নিয়ে যাওয়া হল গুজরাতে, ছবি সৌজন্যে- indiatoday

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অরুণাচলপ্রদেশের নামসাই থেকে ২০টি হাতিকে নিয়ে যাওয়া হল গুজরাতে। চলতি মাসের ২১ তারিখ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, অরুণাচলপ্রদেশ থেকে আসাম হয়ে ট্রাক করে ২০টি হাতি গুজরাতের জামনগরে নিয়ে যাওয়া হয়। আরও খবর মিলেছে, পুলিশি প্রহরায় হাতিগুলো নিয়ে যাওয়া হয়েছে। আসাম-অরুণাচল সীমান্ত এলাকায় হাতিগুলোকে ট্রাক তোলা হয়েছে বলে জানা গিয়েছে। বন্যপ্রাণের প্রতি চরম অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠছে।

অরুণাচলপ্রদেশের নামসাই থেকে ২০টি হাতিকে নিয়ে যাওয়া হল গুজরাতে

সূত্র মারফত খবর মিলছে, হাতিগুলিকে গুজরাতের কোনও মন্দিরের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই গোটা প্রক্রিয়া নাকি আইনসম্মতভাবেই সারা হয়েছে। এমনই খবর। এও জানা গিয়েছে, কিছু কিছু জায়গায় নাকি স্থানীয়রা এই হাতি বোঝাই ট্রাকগুলোকে আটকে ছিল, কিন্তু বৈধ কাজগপত্র থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। খবর পাওয়া যাচ্ছে, বন্দি হাতিগুলোর নাকি মালিকানার সার্টিফিকেটও রয়েছে। মধ্যেরাতে পাসিঘাটের কাছে কয়েকজন ছাত্র ইউনিয়নের সদস্য, ট্রাকগুলোর খোঁজ খবর নেন। এখন প্রশ্ন উঠছে, ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী, এইভাবে বন্যপ্রাণীদের বন্দি করে নিয়ে যাওয়া যায় কি? দেখা গিয়েছে, হাতিগুলোকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই দীর্ঘ সময়ের যাত্রাপথে হাতিগুলোকে খাবার ও জল দেওয়া হয়েছে কিনা? সে প্রশ্নও তুলছেন এই ঘটনায় ক্ষুব্ধ পশুপ্রেমীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen