মে মাসে বঙ্গে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘মোচা’

বঙ্গোপসাগরের আবহাওয়া ঘূর্ণিঝড়টির শক্তি সঞ্চয়ের জন্য সহায়ক হবে।

April 28, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
মে মাসে বঙ্গে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘মোচা’ ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আম্পান-আয়লা-ফণী-ইয়াসের মতো ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে বিভিন্ন বছরে। যেগুলির মধ্যে রাজ্যে ক্ষয়ক্ষতির দিক থেকে সর্বোচ্চ আকার নেয় আমফান।

এবার আম্পান, ইয়াসের পর রাজ্যের দুয়ারে আরও এক ঘূর্ণিঝড় ‘মোচা’।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বিষুব রেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মোচা’। এটি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলে আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বিগত বেশ কিছু বছর ধরে বাংলার আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে দেখা গেছে যে এই মে মাসেই একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয় সমুদ্র উপকূলে। অতীতেও মে মাসেই বাংলার উপকূলে একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়ার নজির রয়েছে। এবারও সে রকম সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরের আবহাওয়া ঘূর্ণিঝড়টির শক্তি সঞ্চয়ের জন্য সহায়ক হবে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার পর সেটি উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে ঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে তা এখনও স্পষ্ট নয়। আরও কিছুদিন পর এই ঝড়ের ব্যাপারে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া সংস্থা ‘ওয়েদার অব কলকাতা’র দাবি, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। বিষুবরেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হতে পারে মোচা। তবে ঠিক কোথায় ঘূর্ণিঝড়টি আঘাত হানবে তা এখনও স্পষ্ট নয় বলেই জানা যাচ্ছে। তাই আবহাওয়াবিদরা এখনই ওই ঝড় নিয়ে নির্দিষ্ট পূর্বাভাস দিচ্ছেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen