প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিল তাউকত
হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার দুপুরে অথবা সন্ধ্যায় গুজরাত উপকূলের পোরবন্দর এবং নালিয়া পার করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির।

গুজরাত উপকূলে আছড়ে পড়ার আগেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল ঘূর্ণিঝড় ‘তাউকত’। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যায় তা আরব সাগরের পূর্ব-মধ্যভাগের উপর অবস্থান করছিল। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার শক্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পর আগামী মঙ্গলবার এটি গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে।
মৌসব ভবনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ এটি আরব সাগরের পূর্ব-মধ্য উপকূলে ছিল। সে সময় দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম মুম্বইয়ের ৫৯০ কিলোমিটার এবং গুজরাতের বেরাবলের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এলাকার ৮২০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল। তবে প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে উত্তরের দিকে এগোচ্ছে ‘তাউকত’।
আবহাওয়া বিজ্ঞানীদের মতে, শনিবার রাতেই ঘূর্ণিঝড়টি আরও ভয়াবহ আকার ধারণ করবে। এর পর ১৮ মে, মঙ্গলবার সকালে তা গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার দুপুরে অথবা সন্ধ্যায় গুজরাত উপকূলের পোরবন্দর এবং নালিয়া পার করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির।