দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছুঁই ছুঁই, উদ্বেগ
দেশের দৈনিক করোনা গ্রাফ ঊর্ধ্বগামী।
June 20, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

দেশের দৈনিক করোনা গ্রাফ ঊর্ধ্বগামী। বাড়ছে চতুর্থ ঢেউ নিয়ে উদ্বেগ। সোমবার আক্রান্তের সংখ্যাটা সামান্য কমলেও অ্যাকটিভ কেস বেড়েই চলেছে। পজিটিভিটি রেট বেড়ে ৪ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১২,৭৮১ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। সুস্থ হয়েছেন ৮,৫৩৭ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ৪,২২৬।
দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৩৩,০০,৯১৮। মৃত্যু হয়েছে ৫,২৪,৮৭৩। সুস্থ হয়েছেন ৪,২৭,০৭,৯০০। অ্যাকটিভ কেসের সংখ্যা ৭৬,৭০০।