দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৬,০৪৭, পজিটিভিটি রেট ৪.৯৪ শতাংশ
দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.২৯ শতাংশ।
August 10, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

দেশে দৈনিক করোনা সংক্রমণ ১৫ হাজারের বেশি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ০৪৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট ৪.৯৪ শতাংশ।
দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.২৯ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ২৬১ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৫৪ জন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৮২৬।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৫ লক্ষ ৩৫ হাজার ৬১০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫৩৯ জন। সুস্থতার হার ৯৮.৫২ শতাংশ।