দৈনিক টিকাকরণের হার বাড়াচ্ছে রাজ্য, টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী

আগে যেখানে ২৫,০০০ টিকা দৈনিক দেওয়া হত। সরকার তা বাড়িয়ে ৩৯, ০০০ করেছে। এখন সেই সংখ্যা আরও বাড়ানোর দিকে অগ্রসর হচ্ছে রাজ্য সরকার।

April 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনার মোকাবিলা করতে প্রস্তুত রাজ্যসরকার। টুইট করে সেকথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, করোনার সাথে লড়তে দৈনিক টিকাকরণের হার বাড়ানো হচ্ছে। আগে যেখানে ২৫,০০০ টিকা দৈনিক দেওয়া হত। সরকার তা বাড়িয়ে ৩৯, ০০০ করেছে। এখন সেই সংখ্যা আরও বাড়ানোর দিকে অগ্রসর হচ্ছে রাজ্য সরকার।

এর আগে মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রের থেকে টিকা (Covid Vaccine) কিনতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। যার কোন উত্তর মেলেনি। গতকাল প্রধানমন্ত্রী বাজার থেকে টিকা কেনার অনুমতি দিলেও, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বাজারে পর্যাপ্ত টিকা পাওয়া যাচ্ছে না। কারণ প্রধানমন্ত্রী দেশের মানুষকে দেওয়ার বদলে বিদেশে ৬৪% ওষুধ রপ্তানি করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen