দুপুরে নামল সন্ধ্যে! কলকাতায় জারি কমলা সতর্কবার্তা

সাধারণ মানুষকে রাস্তায় না থাকার পরামর্শ দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

August 1, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
কলকাতায় জারি কমলা সতর্কবার্তা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতায় জারি করল কমলা সতর্কতা। দুপুর ৩টের দিকে আকাশ কালো হয়ে এসেছিল। ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। কলকাতা সহ ১৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পরিমাণ ১০০-১৪০ মিলিমিটার হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে কলকাতায়। বিকেলের পর থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। সাধারণ মানুষকে রাস্তায় না থাকার পরামর্শ দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই ভারী বৃষ্টি জানাল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া বীরভূম, পুরুলিয়া ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ নিয়ে বৈঠক নবান্নের। সব জেলাকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্য সচিব। উপকূলবর্তী এলাকায় সতর্ক থাকা এবং নদী ও বাঁধের উপর নজরদারির নির্দেশ নবান্নের। কলকাতা পুরসভাকেও সতর্ক থাকতে বললেন মুখ্যসচিব। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করল নবান্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen