ফের মৃত্যু! শুনানির নোটিশ পেতেই ভিটাছাড়া হওয়ার আতঙ্কে আত্মঘাতী রায়গঞ্জের বৃদ্ধ

January 8, 2026 | < 1 min read
Courtesy : ETV Bharat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৬: আবারও মৃত্যু হল SIR আতঙ্কে! ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত শুনানির নোটিশ পেয়েছিলেন রায়গঞ্জের বৃদ্ধ। গ্রাস করে ছিল ভিটাছাড়া হওয়ার আতঙ্ক। ভয়ের কারণে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের পালপাড়ায় নিজের বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হল।

জানা গিয়েছে, মৃতের নাম বাবলু পাল। ৬৪ বছরের বাবলু পাল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, মৃতের ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহটি রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

জানা যাচ্ছে, মৃত বাবলু পাল ভাঙরির পেশায় যুক্ত ছিলেন। স্ত্রী এবং একমাত্র কন্যাসন্তান নিয়ে তাঁর পরিবার। তাঁর পরিবার জানিয়েছে, SIR-র শুনানিতে ডাক পাওয়ার পর থেকে সবসময় টেনশন করছিলেন বাবলু। ভোটার তালিকায় নাম না-থাকার কথা ভেবে কয়েকদিন ধরে বাইরে কাজে যাচ্ছিলেন না। ভয় ছিল, যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়। ভাবতেন, বৃদ্ধ বয়সে ভিটেছাড়া হলে কোথায় যাবেন। আজ ভোর তিনটে-চারটে নাগাদ ঘুম থেকে উঠে গলায় দড়ি দিয়ে ঘরের মধ্যে আত্মহত্যা করেন।

অন্যদিকে, বাবলু পালের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল বিধায়ক। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, “SIR-র মাঝে অনেকে ভয়ে আত্মহত্যা করছেন। বাংলাদেশে পাঠিয়ে দেবে, এই আতঙ্কে একের পর এক প্রাণ শেষ হয়ে যাচ্ছে। কমিশন কী বলবে এবার?”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen