উলুবেড়িয়ার মৌবেশিয়ায় দীপদান উৎসবে ভক্তদের সমাগম

দীপাবলির আগে জ্বলে ওঠে শত শত দীপ। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন থেকে রাস পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় প্রজ্জলিত হয় প্রদীপ।

November 8, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীপাবলির আগে জ্বলে ওঠে শত শত দীপ। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন থেকে রাস পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় প্রজ্জলিত হয় প্রদীপ। ধর্মবিশ্বাসীদের কাছে এই মাসের মাহাত্ম্য অপরিসীম। এই মাস ত্যাগের মাস হিসেবেও পরিচিত। এই মাসে মন্দিরে বা বাড়িতে ভাগবানের উদ্দেশ্যে দীপদান অন্যতম একটি উৎসব।

রবিবার সন্ধ্যায় উলুবেড়িয়ার মৌবেশিয়া কালীতলার নারায়ণ মন্দিরে মাটির প্রদীপ হাতে নিয়ে ভক্তরা এই দীপদান উৎসবে অংশ নেন। এই উৎসবে অংশ নেওয়া মন্টু পরামাণিক জানান, ২০০৯ সাল থেকে আমরা এখানে এই উৎসব পালন করে আসছি। প্রতিবছর এইসময় আমরা দীপদানের পাশাপাশি নগর সংকীর্তনও করে থাকি। রাস পূর্ণিমার দিন এই উৎসব বড় আকার নেয়। দূরদূরান্ত থেকে প্রচুর ভক্ত এই উৎসবে যোগ দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen