শাহরুখ খান কে নিজের হাতে কফি খাওয়াতে গেলেন ডেলিভারি বয়! তারপর যা ঘটল
ভক্তরা তাঁকে ভালোবাসতে গিয়ে কত অভিনব উপায় বার করতে পারেন তা আবারও দেখা গেল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২০: মুম্বই গেলে শাহরুখ খানের আইকনিক বাংলো ‘মন্নত’ না দেখলে কারোর মন ভরে না। কিন্তু দেখা নয়, সরাসরি মন্নতে ঢুকে পড়ার দুঃসাহসিক চেষ্টা করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শুভম প্রজাপত। কিং খানের সঙ্গে সাক্ষাৎ করার অদ্ভুত ও মজাদার এক কাণ্ডে তিনি নেটপাড়ায় ব্যাপক চর্চায় উঠে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ভিডিও।
ওই ভিডিওতে দেখা যায়, ইউটিউবার শুভম প্রজাপত মন্নতের বাইরে দাঁড়িয়ে জানান, তিনি শাহরুখের সঙ্গে দেখা করতে চান। কিন্তু নিরাপত্তারক্ষীরা স্বাভাবিকভাবেই তাঁকে ঢুকতে দেয়নি। তখনই তাঁর মাথায় আসে অভিনব এক পরিকল্পনা। তিনি অনলাইন খাবার ডেলিভারি অ্যাপ থেকে দুই কাপ কোল্ড কফি অর্ডার করেন—একটি নিজের জন্য, অন্যটি কিং খানের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি পৌঁছলে ডেলিভারি বয়কে রাজি করিয়ে তাঁর ব্যাগ ও হেলমেট-বাইক ধার করেন শুভম। এর পর নিজেই ডেলিভার বয় সেজে ফের উপস্থিত হন ‘মন্নত’-এর দরজায়।
মূল ফটকের রক্ষী তাঁকে বলেন, পিছন দিকের ‘গোপন দরজা’ দিয়ে ভিতরে যেতে। অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে সেখানেই পৌঁছন শুভম।
তবে, শাহরুখের বাড়ির রক্ষীরা এর আগেও এমন পরিস্থিতি সামলেছেন হয়তো। তাই খুব শান্ত গলায় তিনি বলেন, ‘যিনি উপহার পাঠিয়েছেন তাঁকে ফোন করতে।’ শুভম অজুহাত দেখান, ফোন রিসিভ করা হচ্ছে না। তখনই এক প্রহরী ঠাট্টা করে বলেন, “শাহরুখ খান যদি ফোন করেন, তাহলে পুরো কফি কোম্পানি নেচে আসবে।” শেষমেশ ধরা পড়ে যান এই ভুয়ো ডেলিভারি বয় ওরফে শুভম।
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা একদিকে শুভমের সাহসী সৃজনশীলতায় মজা পেয়েছেন, অন্যদিকে শাহরুখের গার্ডদের বুদ্ধিমত্তারও প্রশংসা করেছেন। তবে ভিডিওটি সম্ভবত কিছু মাস আগের।বর্তমানে শাহরুখ ও তাঁর পরিবার মন্নতে থাকছেন না, বাড়িটির সংস্কারের কাজ চলছে বলে।
শাহরুখ খান— কোটি ভক্তের ভালোবাসায় যাঁর জীবন ভরে গেছে। কিন্তু ভক্তরা তাঁকে ভালোবাসতে গিয়ে কত অভিনব উপায় বার করতে পারেন তা আবারও দেখা গেল।