নোটবন্দি ‘সবচেয়ে বড় প্রতারণা’, মোদীর পুরনো ভিডিও শেয়ার করে তোপ তৃণমূল সাংসদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১০: মোদীর ‘৫০ দিনের’ প্রতিশ্রুতির ফলাফল কী? নোটবন্দির বার্ষিকীতে মোদীকে নিশানা করে তীব্র আক্রমণ শানাল তৃণমূল (TMC) । ২০১৬ সালের নোটবন্দিকে দেশের জনগণের সঙ্গে “সবচেয়ে বড় প্রতারণা” বলে অভিহিত করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। নোটবন্দির নবম বার্ষিকীতে শনিবার তিনি X (পূর্বতন টুইটার)-এ একটি ভিডিও পোস্ট করে এই মন্তব্য করেন।
ডেরেক বলেছেন, “আজ থেকে ঠিক নয় বছর আগে, ভারতবাসীর সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা নোটবন্দি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বক্তব্য সংসদের বাইরে, আর আমরা বলেছিলাম সংসদের ভেতর।”
তিনি সেই সঙ্গে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরনো বক্তৃতার অংশ, যেখানে মোদী বলেছিলেন, “৩০ ডিসেম্বরের পর যদি আমার কাজে কোনও ত্রুটি, ভুল বা খারাপ উদ্দেশ্য পাওয়া যায়, তাহলে দেশের মানুষ যেভাবে শাস্তি দেবে, তা আমি মেনে নেব।”
তৃণমূল সাংসদ (TMC MP) তাঁর নিজের সংসদীয় বক্তৃতার একটি অংশও শেয়ার করেন। সেখানে তিনি তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্য উদ্ধৃত করে বলেন, “আমি কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ীরা আগামীকাল কীভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনবে? এটি এক আর্থিক বিশৃঙ্খলা, সাধারণ মানুষের উপর আরোপিত এক দুর্যোগ।”
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, সেদিন মধ্যরাত থেকেই ৫০০ ও ১০০০ টাকার নোট আর বৈধ মুদ্রা হিসেবে গণ্য হবে না। সেই সময় এই দুই মূল্যমানের নোট ছিল দেশের মোট প্রচলিত মুদ্রার প্রায় ৮৬ শতাংশ।
On this day, exactly nine years ago, the biggest fraud on Indians. Demonetisation
PM @narendramodi outside Parliament versus Us, inside Parliament
You judge pic.twitter.com/VzGfBuX5RA
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) November 8, 2025
তৃণমূলের অভিযোগ, নোটবন্দির (Demonetisation) ফলে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষ এবং সাধারণ নাগরিকদের চরম সংকটের মুখে ঠেলে দিয়েছিল অথচ লাভের মুখ দেখেছিল শুধু কোটিপতিরা। কোনও কালো টাকা ফেরত আসেনি, দুর্নীতিও বন্ধ হয়নি, শুধু ভারতের অর্থনৈতিক মেরুদণ্ডটাই ভেঙে পড়েছিল।
The ‘demonetisation’ of November 8, 2016 was nothing short of a planned surgical strike on India’s economy.
It pushed small traders, farmers, labourers, and ordinary citizens to the brink, while only the billionaires reaped profits. No black money returned, no corruption… pic.twitter.com/D6h7zGhc6m
— All India Trinamool Congress (@AITCofficial) November 8, 2025