Dengue: কলকাতায় ফের ডেঙ্গির দাপট, এক সপ্তাহে বেড়েছে আক্রান্তের সংখ্যা

November 9, 2025 | < 1 min read
Published by: Raj

Dengue fever: Symptoms, treatment, and prevention

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.১০: কলকাতায় ফের বেড়েছে ডেঙ্গির (Dengue) সংক্রমণ। গত এক সপ্তাহে শহরের একাধিক হাসপাতালে ভর্তি বেড়ে গিয়েছে হঠাৎ করেই। চিকিৎসকদের ধারণা, গত সপ্তাহের শুরু পর্যন্ত অনিয়মিত বৃষ্টিপাতই এই হঠাৎ সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। অক্টোবরের শেষ দিক থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালের মোট পরীক্ষিত নমুনার প্রায় ১০ থেকে ১৫ শতাংশই ডেঙ্গি পজিটিভ এসেছে।

বিধাননগর এলাকাতেও সংক্রমণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কলকাতা পুরসভার (KMC) পরিসংখ্যান অনুযায়ী, গত তিন সপ্তাহে ডেঙ্গির সংক্রমণ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। আক্রান্তের সংখ্যা ৯৩২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,১০৬-এ। পিয়ারলেস হাসপাতালে বর্তমানে ১১ জন ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি আছেন। হাসপাতালের তথ্য বলছে, গত সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে ১৫টি নমুনা পরীক্ষার মধ্যে অন্তত দু’টি ক্ষেত্রে ডেঙ্গি ধরা পড়ছে।

বিধাননগর পুরসভার (BMC) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহেই ৩২টি নতুন ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। অক্টোবর মাসে মোট ৭৫টি সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছিল, সেখানে নভেম্বরের শুরুতেই এই সংখ্যা এর এক তৃতীয়াংশ ছুঁয়ে ফেলেছে।

চিকিৎসকদের মতে, আবহাওয়ার অস্থিরতা, জল জমে থাকা এলাকা ও নাগরিক উদাসীনতা মিলিয়ে ডেঙ্গির সংক্রমণ আবারও শহরে মাথাচাড়া দিচ্ছে। তাঁরা পরামর্শ দিয়েছেন, বৃষ্টির পরে জমা জল যাতে কোথাও না থাকে, সে বিষয়ে প্রতিটি নাগরিককেই সচেতন হতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen