বিজেপি বলুক ওরা জিতলে কে মুখ্যমন্ত্রী হবেন- ডেরেক ও’ ব্রায়েন

ডেরেক কেন্দ্র সরকারকে কটাক্ষ করে আরো বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন, তা পালন করেন। কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দিয়ে তা পালন করে না। ১৫ লক্ষ থেকে নোটবন্দি কোন কথা রেখেছে মোদী- শাহ?’

March 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজকে পুরুলিয়ার নির্বাচনী প্রচারের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আক্রমণের সোজা সাপ্টা জবাব দিয়েছে তৃণমূল। অভিযোগ ধরে ধরে তার উত্তর দিয়েছে বাংলার শাসক দল।

এছাড়াও এক অভিনব উপায়ে বিজেপির (BJP) মুখ বন্ধ করেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন (Derek O’Brien)। বিজেপিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রীর মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বলুক ওদের মুখ্যমন্ত্রী কে হবেন।’

উত্তর তিনি নিজেই দিয়ে বলেন, ‘ওরা বলতে পারবে না। কারণ একজনের নাম নিলে আরেকজন গোসা করবে।’

দিলীপ ঘোষ (dilip Ghosh) থেকে সদ্য যোগদান করা মিঠুন চক্রবর্তী, বিজেপির সব প্রার্থীই মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে গলা উঁচিয়ে রয়েছেন।

ডেরেক কেন্দ্র সরকারকে কটাক্ষ করে আরো বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন, তা পালন করেন। কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দিয়ে তা পালন করে না। ১৫ লক্ষ থেকে নোটবন্দি কোন কথা রেখেছে মোদী- শাহ?’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen