মোদী সরকারের আপত্তি সত্ত্বেও সমলিঙ্গ বিবাহ মামলার শুনানি শুরু শীর্ষ আদালতে

বৈবাহিক সম্পর্কের অধিকার মিললেই, সমকামীদের সমাজে সম্মান বাড়াবে। ভবিষ্যতও সুরক্ষিত হবে।

April 20, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
সমলিঙ্গ বিবাহ মামলার শুনানি শুরু করল দেশের শীর্ষ আদালত, ছবি সৌজন্যে- tv9bangla

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী সরকারের আপত্তির তোয়াক্কা না করে, গতকাল অর্থাৎ মঙ্গলবার সমলিঙ্গ বিবাহ মামলার শুনানি শুরু করল দেশের শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত শুনানি চলবে।

মামলাকারীদের অন্যতম, উৎকর্ষ সাক্সেনার মতে, সমকামীরা কেবল একসঙ্গে থাকতে পারে। তাঁরা এক অপরকে ব্যাঙ্কের নমিনি করতে গেলে সমস্যা হয়। শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে সিঙ্গল পেরেন্ট হিসেবে গ্রাহ্য হয়। দম্পতির কোনও সুবিধা মেলে না। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী একে অপরকে সম্পত্তির অধিকার বা অন্য কোনও বিষয়ে সিদ্ধান্তের অধিকার দেয়। কিন্তু সমকামীতার ক্ষেত্রে তা নয়। বৈবাহিক সম্পর্কের অধিকার মিললেই, সমকামীদের সমাজে সম্মান বাড়াবে। ভবিষ্যতও সুরক্ষিত হবে।

শুনানির প্রথম দিনেই, সাংবিধানিক বেঞ্চের সঙ্গে মোদী সরকার বিতণ্ডায় জড়ায়। মোদী সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টের আদৌ কি এই মামলা শোনার কোনও অধিকার আছে? আরও জানান, এটি আইনবিভাগের কাজ, বিচারবিভাগের নয়। বিবাহ শব্দটিতে আপত্তি রয়েছে মোদী সরকারের। তিনি দাবি, শহুরে অভিজাত শ্রেণির একদল মানুষ সামাজিক গ্রহণযোগ্যতা পেতে সমলিঙ্গ বিবাহের স্বীকৃতি চাইছেন। তা স্বীকৃতি পেলে নাকি সাধারণ নাগরিকের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এর জবাবে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, মামলা শোনার অধিকার আছে কি না, তা তারা ঠিক করবেন।

উল্লেখ্য, দেশের সর্বোচ্চ আদালতে সমলিঙ্গ বিবাহের পক্ষে ২০টি মামলা জমা পড়েছে। সওয়াল করছেন মুকুল রোহতগি, অভিষেক মনু সিংভির মতো আইনজীবীরা। মামলাকারীদের আইনজীবীদের মত, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, সমকামী সম্পর্ক অপরাধ নয়। সেক্ষেত্রে কেন সমকামী সম্পর্ক বিবাহের মাধ্যমে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে না? তাঁরা বিষয়টিকে স্বাধীনভাবে বাঁচার অধিকারের অঙ্গ হিসেবে দেখছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen