নিজের সাংসদ দপ্তর আইসোলেশন ক্যাম্পে পরিণত করে ফেললেন দেব

শুধু নামটাই দেব নয়। তিনি হাজার হাজার মানুষের কাছে সত্যিই এখন দেব তুল্য হয়ে উঠেছেন।

August 31, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত পাঁচ মাস ধরে যে পরিস্থিতিতে কাটাতে হচ্ছে সকলকে সেখানে সাম্যান্য সাহায্যও যেন বিশাল পাওনা। দুবেলা ঠিক করে অন্য জোটে না যে মানুষদের তাদের পাশে থাকা, বাড়ি থেকে অনেক দূরে আটকে পড়া মানুষগুলোকে ঘরে ফেরানো,  চিকিৎসার জন্য প্লাজমা জোগার করা, ওষুধের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেওয়া সারা জীবনের জন্য….. এটা যে বার বার একজনই করতে পারেন তা প্রমাণ হয়ে গিয়েছে ৷ শুধু নামটাই দেব নয়। তিনি হাজার হাজার মানুষের কাছে সত্যিই এখন দেব তুল্য হয়ে উঠেছেন।এ হেন অভিনেতা তথা সাংসদ এবারে আরও এক ধাপ এগিয়ে আরো বেশি করে যেন সকলের ঘরের ছেলে হয়ে উঠলেন।

এবারে ডেবরার সাংসদ দপ্তর আইসোলেশন ক্যাম্পে পরিণত করে ফেললেন দেব। বহু মানুষ আছেন যাদের একটা ঘরেই জীবন যাপন করতে হয়। সে ক্ষেত্রে করোনা আক্রান্তকে এখানে যাতে আইসোলেশনে  রেখে চিকিৎসা করানো যেতে পারে এবং সংক্রমণ যাতে পরিবারের অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে না পরে সেই কারণেই নিজের অফিস ব্যবহার করলেন সাংসদ। এখানে মোট ছটি বেডের ব্যবস্থা রয়েছে । সব রকমের মেডিকেল ইকুইপমেন্ট, ওষুধ বা ডাক্তারের ব্যবস্থাও পাওয়া যাবে এই আইসোলেশন সেন্টারে। দেবের দেওয়া অ্যাম্বুলেন্সও ভীষণ ভাবেই কাজে লাগছে এই সাংঘাতিক পরিস্থিতিতে। ক্ষমতা এবং অর্থ দুই আছে বহু মানুষের কাছে।ক্ষমতার জন্য বা মানুষের ভাল করার জন্য সব সময় যে রাজনৈতিক তকমা থাকতে হয়ে তাও কিন্তু নয়। মনটা যে অনেক বড় হতে হয় সেইটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen