উত্তর হাওড়ায় ‘দিদির দূত’ প্রচারে ট্যাবলো

মিছিলগুলিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে বলে দাবি শাসকদলের।

February 23, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

‘দিদির দূত’ অ্যাপ-এর(DidirDoot) প্রচারে সোমবার সুদৃশ্য ট্যাবলো(Tableau) নিয়ে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় মিছিল করল তৃণমূল কংগ্রেস(TMC)। এদিন এই মিছিল গুলমোহর থেকে হরগঞ্জ বাজার, জি টি রোড হয়ে ঘুসুড়িতে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন হাওড়া সদর জেলার তৃণমূলের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়(Arup Roy), জেলার সভাপতি ভাস্কর ভট্টাচার্য, প্রাক্তন মেয়র পারিষদ গৌতম চৌধুরী প্রমুখ। ভাস্করবাবু বলেন, ১০ বছরে উন্নয়নের যে বিপুল কাজকর্ম হয়েছে রাজ্য সরকারের মাধ্যমে, যেভাবে বাংলা শান্তি ও সম্প্রীতির মরুদ্যান হিসেবে টিকে রয়েছে— সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কর্মসূচি পালিত হচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির কারণে পেট্রপণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধি, এবং সেজন্য মানুষের দুর্দশা লাঘব করতে রাজ্য সরকারের ১ টাকা কর কমানোর সিদ্ধান্তের কথাও আমরা এই কর্মসূচির মাধ্যমে মানুষকে জানাচ্ছি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দিদির দূত ট্যাবলো সোমবারই গ্রামীণ হাওড়া এলাকা থেকে হাওড়া শহরে ঢুকেছে। উত্তর হাওড়ার পর আজ, মঙ্গলবার বালি-বেলুড় এলাকায় এর প্রচার হবে। কাল, বুধবার হবে দক্ষিণ হাওড়াতে। মিছিলগুলিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে বলে দাবি শাসকদলের। এদিকে, গত ৭ ফেব্রুয়ারি ডুমুরজলায় তৃণমূলের সভায় ডাক না পাওয়া নিয়ে খেদ প্রকাশ করলেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার। তিনি বলেন, আমার এলাকা থেকে লোকজন গেলেও আমাকে ডাকা হয়নি ওই সভায়। বিষয়টিতে তিনি যে অসন্তুষ্ট, তা গোপন করেননি।
‘বাংলা নিজের মেয়েকেই চায়’(Banglar NijerMeyekeiChay) শীর্ষক তৃণমূলের নতুন স্লোগানের প্রচার নিজের বিধানসভা এলাকায় আনুষ্ঠানিকভাবে সূচনা করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই খেদ প্রকাশ করেন। এই বিষয়ে দলের চেয়ারম্যান অরূপবাবু অবশ্য বলেন, আমাদের সাংগঠনিকভাবে গ্রামীণ এলাকা সাঁকরাইল। সেদিন মূলত হাওড়া সদরের কর্মসূচি ছিল ওই সভা। উনি আমাদের প্রবীণ নেতা। ওঁর সঙ্গে এই ব্যাপারে আমি কথা বলে নিয়েছি। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen