মহিলার সঙ্গে অভব্য আচরণে রিপোর্ট তলব দিল্লির, দিলীপকে সেন্সার করবে BJP?

হুমকি-ধমকি! চেনা ছন্দে মেঠো রাজনীতির দিলীপ, রাস্তা উদ্বোধন করতে গিয়ে মহিলাদের গালিগালাজ করলেন। গলা টিপে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন! শোনা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের এক বছর আগে এহেন আচরণে দিলীপ ঘোষের উপর প্রবল ক্ষিপ্ত বিজেপির কেন্দ্রীয় পার্টি। বছর ঘুরলেই বাংলা দখলের নির্বাচন। তার আগে পদ্ম পার্টির বঙ্গ শাখার প্রাক্তন সভাপতির একের পর এক আচরণে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের অস্বস্তি বেড়েছে। পদ্ম পার্টি মনে করছে, দিলীপের এহেন কীর্তি ভোটবাক্সে প্রভাব ফেলবে। এই আবহে বাংলায় দলের যাবতীয় ভোট প্রস্তুতি থেকে প্রাক্তন সাংসদকে দূরে রাখার ভাবনাও মাথাচাড়া দিয়েছে বিজেপির অন্দরে।

March 23, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হুমকি-ধমকি! চেনা ছন্দে মেঠো রাজনীতির দিলীপ, রাস্তা উদ্বোধন করতে গিয়ে মহিলাদের গালিগালাজ করলেন। গলা টিপে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন! শোনা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের এক বছর আগে এহেন আচরণে দিলীপ ঘোষের উপর প্রবল ক্ষিপ্ত বিজেপির কেন্দ্রীয় পার্টি। বছর ঘুরলেই বাংলা দখলের নির্বাচন। তার আগে পদ্ম পার্টির বঙ্গ শাখার প্রাক্তন সভাপতির একের পর এক আচরণে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের অস্বস্তি বেড়েছে। পদ্ম পার্টি মনে করছে, দিলীপের এহেন কীর্তি ভোটবাক্সে প্রভাব ফেলবে। এই আবহে বাংলায় দলের যাবতীয় ভোট প্রস্তুতি থেকে প্রাক্তন সাংসদকে দূরে রাখার ভাবনাও মাথাচাড়া দিয়েছে বিজেপির অন্দরে।

যদিও নিজের মেজাজে অনড় দিলীপ। শনিবার সকালে খড়্গপুরের বোগদা এলাকায় চা চক্রে যোগ দিয়ে তিনি বলেছেন, “যা বলেছি, ঠিক বলেছি। এই ধরনের বেয়াদবি যদি করতে আসে, সে যে পার্টিরই হোক, হয় বাড়িতে ঢুকে মারব। নয়তো বাড়ি থেকে টেনে এনে চৌরাস্তায় দাঁড় করিয়ে পেটাব। দিলীপ ঘোষ কারও বাপের খায় না।”

এমন বেনজির মন্তব্যের প্রতিবাদে দিলীপের বাংলোর সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। সেই বিক্ষোভ নিয়েও দিলীপ পাল্টা দিতে ছাড়েননি। বলেছেন, “জানিয়ে এলে ভালো ট্রিটমেন্ট করতাম।”
বিজেপি সূত্রে খবর, দিলীপ ইস্যুতে ইতিমধ্যেই রাজ্য পার্টির কাছ থেকে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দিল্লি। তা খতিয়ে দেখে প্রয়োজনে প্রাক্তন সাংসদকে সতর্ক করার পথে হাঁটতে পারেন কেন্দ্রীয় নেতারা। রাজ্য বিজেপির সাংগঠনিক পরিস্থিতি যথেষ্ট খারাপ। এমন অবস্থায় রাজ্য পার্টির কোনও শীর্ষ নেতার এহেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য দলেরই ক্ষতি করবে বলে মত দলের একাংশের। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে গুঞ্জন চলছে। বিভিন্ন সময় দিলীপের নাম ভেসে এসেছে। মেদিনীপুরের ঘটনা সে সম্ভাবনাকে কার্যত নষ্ট করে দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen